কে কার আমলে ভারতে আসেন তালিকা PDF | ভারতে আগত বিদেশী পর্যটক

 

কে কার আমলে ভারতে আসেন তালিকা PDF | ভারতে আগত বিদেশী পর্যটক
কে কার আমলে ভারতে আসেন তালিকা PDF | ভারতে আগত বিদেশী পর্যটক


Learn Dear ❤
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কে কার আমলে ভারতে আসেন তালিকা  PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতে আগত বিদেশী পর্যটকদের নাম, দেশ, সময়কাল, কার রাজত্বকালে ভারতে আসেন এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে এই টপিকটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।


ভারতে আগত বিদেশী পর্যটকগণ


দেইমাকস

■ দেশঃ গ্রীক
■ সময়কালঃ খ্রিষ্টপূর্ব ৩০০-২৭৩
■ রাজত্বকালঃ বিন্দুসার

মেগাস্থিনিস

■ দেশঃ গ্রিক
■ সময়কালঃ খ্রিষ্টপূর্ব ৩০২-২৯৮
■ রাজত্বকালঃ চন্দ্রগুপ্ত মৌর্য
মেগাস্থিনিস গ্রীক রাজা সেলুকাস নিকাটোর দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। তাঁর লেখা বই 'ইন্ডিকা', যেখানে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন।

ফা-হিয়েন

■ দেশঃ চীন 
■ সময়কালঃ ৪০৫-৪১১ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য)
ফা-হিয়েন প্রথম চৈনিক পর্যটক হিসাবে ভারতে আসেন। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। তাঁর মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। তাঁর বিখ্যাত গ্রন্থের নাম 'ফু-কুয়ো-কিং'। তিনি তাঁর ভ্রমণগ্রন্থ 'রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম' -এ সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা করেছেন।

হিউয়েন সাঙ

■ দেশঃ চীন
■ সময়কালঃ ৬৩০-৬৪৫ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ হর্ষবর্ধন
হিউয়েন সাঙ বৌদ্ধ ধর্মের বিশ্বাস এবং আচার-অনুষ্ঠান সম্বন্ধে জানতে ভারতে এসেছিলেন। তাঁকে 'Prince of Pilgrims' নামে অভিহিত করা হয়। তাঁর রচিত দুটি গ্রন্থ হল 'সি-ইউ-কী' ও 'রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড'।

আই-সিয়াং 

■ দেশঃ চীন
■ সময়কালঃ ৬৭১-৬৯৫ খ্রিষ্টাব্দ
বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য ভারতে এসেছিলেন। 

সুলেমান 

■ দেশঃ আরব
■ সময়কালঃ ৮৫১ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ প্রথম ভোজ

আল-মাসুদি 

■ দেশঃ আরব
■ সময়কালঃ ৯৫৭ খ্রিষ্টাব্দ
তাঁর লেখা 'মুরুজ-উল-জেহাব' গ্রন্থে তৎকালীন ভারতের সমাজব্যবস্থা সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। এছাড়াও তাঁর রচনা থেকে প্রতিহার-রাষ্ট্রকুটদের দ্বন্দ্বের কথা জানা যায়।

আল-বিরুনি

■ দেশঃ পারস্য
■ সময়কালঃ ১০২৪-১০৩০ খ্রিষ্টাব্দ
মাহমুদ গজনীর সঙ্গে তিনি ভারতে এসেছিলেন। তিনি প্রথম মুসলিম পন্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থের নাম 'তহকিক ই হিন্দ'।

মার্কো পোলো

■ দেশঃ ইতালি
■ সময়কালঃ ১২৯২-১২৯৪ খ্রিষ্টাব্দ
তাঁর লেখা 'দ্য বুক অফ স্যার মার্কো পোলো' গ্রন্থে তৎকালীন ভারতীয় অর্থনীতি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন।

ইবন বতুতা

■ দেশঃ মরক্কো
■ সময়কালঃ ১৩৩৩-১৩৪৭ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ মহম্মদ বিন তুঘলক
মুহাম্মদ বিন-তুঘলক ইবন বতুতার পাণ্ডিত্য দেখে মুগ্ধ হয়ে তাঁকে দিল্লির কাজী বা বিচারক হিসাবে নিযুক্ত করেন।

শিহাবুদ্দিন আল-উমরি

■ দেশঃ আরব
■ সময়কালঃ ১৩৪৮ খ্রিষ্টাব্দ
আরবের দামাস্কাস থেকে তিনি ভারতে এসেছিলেন। 'মাসালিক আলবসর ফি-মামালিক আল-আমসর' গ্রন্থে ভারতবর্ষ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। 

নিকোলো কন্টি

■ দেশঃ ইতালি 
■ সময়কালঃ ১৪২০-১৪২১ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়
তাঁর লেখা থেকে বিজয়নগরের হিন্দু সাম্রাজ্য সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়।

আব্দুর রজ্জাক

■ দেশঃ পারস্য
■ সময়কালঃ ১৪৪৩-১৪৪৪ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়

আফানসি নিকিটিন

■ দেশঃ রাশিয়া
■ সময়কালঃ ১৪৭০-১৪৭৪ খ্রিষ্টাব্দ
তিনি তাঁর 'দ্য জার্নি বিয়ন্ড থ্রি সিজ' গ্রন্থে ভারত ভ্রমণের বর্ণনা দিয়েছেন। 

দুয়ার্তে বারবোসা

■ দেশঃ পর্তুগিজ
■ সময়কালঃ ১৫০০-১৫১৬ খ্রিষ্টাব্দ

ডোমিঙ্গো পেজ

■ দেশঃ পর্তুগিজ
■ সময়কালঃ ১৫২০-১৫২২ খ্রিষ্টাব্দ

ফার্নাও নুনেজ

■ দেশঃ পর্তুগিজ
■ সময়কালঃ ১৫৩৫-১৫৩৭ খ্রিষ্টাব্দ

অ্যান্টনিও ক্যাবরাল

■ দেশঃ পর্তুগিজ 
■ রাজত্বকালঃ সম্রাট আকবর

লিও গ্রেমন্ট 

■ দেশঃ পর্তুগিজ
■ সময়কালঃ ১৫৮৩ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ সম্রাট আকবর

জেরম জেভিয়ার

■ দেশঃ স্পেন
■ সময়কালঃ ১৫৯৪ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ সম্রাট আকবর


উইলিয়াম হকিন্স 

■ দেশঃ ব্রিটেন
■ সময়কালঃ ১৬০৮-১৬১১ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ জাহাঙ্গীর

স্যার টমাস রো

■ দেশঃ ব্রিটেন
■ সময়কালঃ ১৬১৫-১৬১৯ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ জাহাঙ্গীর
এডওয়ার্ড টেরি
■ দেশঃ ব্রিটেন
■ সময়কালঃ ১৬১৬ খ্রিষ্টাব্দ

পিটার মান্ডি 

■ দেশঃ ইতালি
■ সময়কালঃ ১৬৩০-১৬৩৪ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ শাহজাহান

গ্যামেলি কারেরি 

■ দেশঃ ইতালি
■ সময়কালঃ ১৬৯৩ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ শাহজাহান
তিনি তাঁর লেখাতে মুঘল সাম্রাজ্যের সামরিক বাহিনী ও প্রশাসন সম্পর্কে বর্ণনা দিয়েছেন। 

ফ্রাঁসোয়া বার্নিয়ের 

■ দেশঃ ফরাসী
■ সময়কালঃ ১৬৫৬-১৭১৭ খ্রিষ্টাব্দ
■ রাজত্বকালঃ শাহজাহান

স্যার উইলিয়াম নোরিস 

■ দেশঃ ইংল্যান্ড
■ রাজত্বকালঃ ঔরঙ্গজেব


 PDF Name : ভারতে আগত বিদেশী পর্যটক

Language : Bengali

Size : 01 mb 

No. of Pages : 05

PDF Download Link-  Click Hare to Download