learndear.com |
General Knowledge in Bengali Language
1. প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল__
[A] রক্তকোষ
[B] স্নায়ু কোষ
[C] পেশী কোষ
[D] যকৃৎ কোষ
Correct Answer: [B] স্নায়ু কোষ
2. গদর পার্টি কোথায় প্রতিষ্টিত হয়েছিল?
A] নিউইয়র্ক
[B] টোকিও
[C] সানফ্রান্সিসকো
[D] লাহোর
Correct Answer: [C] সানফ্রান্সিসকো
3. হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে?
[A] অ্যালিসিন
[B] কারকিউমিন
[C] পিপেরাইন
[D] মরফিন
Correct Answer: [B] কারকিউমিন
4. দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে_
[A] গন্ডক
[B] কোশি
[C] হুগলি
[D] শোন
Correct Answer: [C] হুগলি
5. নিম গাছের ___ অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়।
[A] মূল
[B] কান্ড
[C] পাতা
[D] ফল
Correct Answer: [C] পাতা
6. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি দিয়েছিলেন__
[A] নেতাজি সুভাষচন্দ্র বসু
[B] বাল গঙ্গাধর তিলক
[C] মহম্মদ ইকবাল
[D] ভগৎ সিং
Correct Answer: [D] ভগৎ সিং
7. নিচের কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমানে থাকে?
[A] ভিটামিন – A
[B] ভিটামিন – B
[C] ভিটামিন – C
[D] ভিটামিন – D
Correct Answer: [C] ভিটামিন – C
8. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন_
[A] ট্রপিক চলন
[B] ট্যাটিক চলন
[C] ন্যাস্টিক চলন
[D] উপরের কোনটিই সঠিক নয়।
Correct Answer: [C] ন্যাস্টিক চলন
9. ঝিনুক ও শামুকের খোলায় কি ধরনের উপাদান থাকে_
[A] সোডিয়াম কার্বনেট
[B] ক্যালসিয়াম কার্বনেট
[C] ম্যাগনেশিয়াম কার্বনেট
[D] কোনটিই সঠিক নয়।
Correct Answer: [B] ক্যালসিয়াম কার্বনেট
10. কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায়?
[A] সবুজ
[B] হলুদ
[C] লাল
[D] নীল
Correct Answer: [D] নীল
11. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?
[A] ডিজেল
[B] পেট্রোল
[C] তরল হাইড্রোজেন
[D] কোনোটিই সঠিক নয়।
Correct Answer: [C] তরল হাইড্রোজেন
12. মানুষের শরীরের কোন গ্রন্থিটি ‘Adamas Apple’ নামে পরিচিত?
[A] পিটুইটারি গ্রন্থি
[B] থাইরয়েড
[C] প্যারোটিড
[D] অগ্ন্যাশয়
Correct Answer: [B] থাইরয়েড
13. তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয়?
[A] গ্রাফাইট
[B] হীরক
[C] চারকোল
[D] কোক
Correct Answer: [A] গ্রাফাইট
14. কবে কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
[A] ১৮৫৪ খ্রি:
[B] ১৮৫৭ খ্রি:
[C] ১৮৬০ খ্রি:
[D] ১৮৭৪ খ্রি:
Correct Answer: [B] ১৮৫৭ খ্রি:
15. কলোসিসা কী?
[A] লেড
[B] চারকোল
[C] গ্রাফাইট
[D] কোক
Correct Answer: [C] গ্রাফাইট
16. একটি বরফের টুকরোর উপর কোন চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয়?
[A] বাড়ে
[B] কমে
[C] প্রথমে বাড়ে ও পরে কমে
[D] একই থাকে
Correct Answer: [B] কমে।
17. ‘ইপিকাক’ কি প্রকার মূলের ধরন?
[A] মালাকৃতি
[B] বলীয় মূল
[C] গুচ্ছিত মূল
[D] কন্দাল মূল
Correct Answer: [C] গুচ্ছিত মূল।
18. আলোকবর্ষ কিসের একক?
[A] গ্রহের ভর
[B] আলোক তরঙ্গ দৈর্ঘ
[C] সময়
[D] দূরত্ব
Correct Answer: [D] দূরত্ব।
19. ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কি?
[A] কীটনাশক স্প্রে করা
[B] সেদ্ধ করা
[C] সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া
[D]উপরের কোনটিই নয়
Correct Answer: [C] সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া।
20. শুকনোস্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী?
[A] নাইড্রোফয়েট
[B] হোলিওফেট
[C] জেরোফেট
[D] সাইওফেট
Correct Answer: [C] জেরোফেট।
21. ‘তহকিক – ই – হিন্দ’ -এর রচয়িতা কে?
[A] ডন্ডিন
[B] বাদাউনি
[C] ভবভূতি
[D] অলবিরুনি
Correct Answer: [D] অলবিরুনি।
22. কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হয়?
[A] শ্রীগুপ্ত
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] কুমার গুপ্ত
[D] সমুদ্রগুপ্ত
Correct Answer: [C] কুমারগুপ্ত।
23. কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিস্কর জমি দেওয়ার প্রচলন হয়?
[A] সাতবাহন
[B] মৌর্য
[C] গুপ্ত
[D] চোল
Correct Answer: [A] সাতবাহন।
24. বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে?
[A] কৃষ্ণদেব
[B] কনিষ্ক
[C] তাঁতিয়া টোপি
[D] চালুক্য
Correct Answer: [A] কৃষ্ণদেব।
25. ‘পঞ্চশীল’ কী?
[A] ৫ জন সন্ন্যাসী
[B] মহাবীরের উপদেশাবলী
[C] গৌতমবুদ্ধের উপদেশাবলী
[D] উপরের কোনটিই নয়
Correct Answer: [C] গৌতমবুদ্ধের উপদেহাবলী।
26. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয়?
[A] 52 তম
[B] 62 তম
[C] 69 তম
[D] 72 তম
Correct Answer: [C] 69 তম
27. বর্তমানে সুপ্রিম কোর্টের সংবিধান স্বীকৃত বিচারক সংখ্যা কত?
[A] 24
[B] 28
[C] 31
[D] 35
Correct Answer: [C] 31
28. কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কোন চাষটির জন্য বিখ্যাত?
[A] চা
[B] ধান
[C] কফি
[D] রাবার
Correct Answer: [C] কফি
29. গ্রীষ্মকালে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে যায় কেন?
[A] বায়ুমন্ডলের শুস্কতা বেড়ে যাওয়ার জন্য
[B] বায়ুমন্ডলের আদ্রতা বেড়ে যাওয়ার জন্য
[C] মৃত্তিকা থেকে জল শোষণ কমে যাওয়ার জন্য
[D] পাতার বাষ্পীভবনের ফলে জল কমে যাওয়ার জন্য
Correct Answer: [D] পাতার বাষ্পীভবনের ফলে জল কমে যাওয়ার জন্য
30. প্রধানত কোন রোগ দূরীকরণের জন্য বি.সি.জি. টিকাকরন করা হয়?
[A] ম্যালেরিয়া
[B] জন্ডিস
[C] জাপানি এঁকেফেলাইটিস
[D] টিউবারকুলেসিস
Correct Answer: [D] টিউবারকুলেসিস
31. নিচের কোন উত্সেচকটি গবাদি পশুর পরিপাক তন্ত্রে পাওয়া যায়?
[A] গ্যালকটেজ
[B] মলটেজ
[C] সেলুলেজ
[D] অ্যামাইলেজ
Correct Answer: [C] সেলুলেজ
32. ভারতীয় সংবিধানের অষ্ঠম তফসিলে কয়টি সরকারি ভাষাকে স্বীকৃত দেওয়া হয়েছে?
[A] 22 টি
[B] 19 টি
[C] 20 টি
[D] 21 টি
Correct Answer: [A] 22 টি
33. ভারতের নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর কোনটি?
[A] এন্নোর বন্দর
[B] কোলকাতা বন্দর
[C] পোর্ট ব্লেয়ার বন্দর
[D] তুতি কোরিন বন্দর
Correct Answer: [C] পোর্ট ব্লেয়ার বন্দর
34. ‘এনিথিং বাট খামোশ’ – এটি কার জীবনী গ্রন্থ?
[A] অমিতাভ বচ্চন
[B] রাজকুমার
[C] বিনোদ খান্না
[D] শত্রুঘ্ন সিনহা
Correct Answer: [D] শত্রুঘ্ন সিনহা
35. বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] ভারত
[D] চীন
Correct Answer: [C] ভারত
36. 2020 সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] ব্রাজিল
[B] জাপান
[C] কানাডা
[D] ভারত
Correct Answer: [B] জাপান
37. তামাক চাষের জন্য মাটিতে কি থাকা প্রয়োজন?
[A] পটাশ
[B] ক্যালশিয়াম
[C] নাইট্রোজেন
[D] ম্যাগনেশিয়াম
Correct Answer: [A] পটাশ
38. ‘Arms and The Man’ বইটির লেখক কে?
[A] লিও টলস্টয়
[B] বার্নাড শ
[C] চার্লস ডিকেন্স
[D] সমারসেট মম
Correct Answer: [B] বার্নাড শ
39. ‘ইন্ডিয়ান ওপিনিয়ন’ নামক সংবাদপত্রটি কে চালু করেন?
[A] জহরলাল নেহেরু
[B] সুভাষচন্দ্র বসু
[C] সর্দার প্যাটেল
[D] মহাত্মা গান্ধী
Correct Answer: [D] মহাত্মা গান্ধী
40. আকবর কতসালে বুলন্দ দরওয়াজা তৈরি করেন?
[A] 1564 সালে
[B] 1565 সালে
[C] 1602 সালে
[D] 1631 সালে
Correct Answer: [C] 1602 সালে
41. অটলবিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?
[A] দুই বার
[B] তিন বার
[C] চার বার
[D] পাঁচ বার
Correct Answer: [B] তিন বার
42. ‘অজন্তা গুহা’ কোন রাজ্যে অবস্থিত?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র
Correct Answer: [D] মহারাষ্ট্র
43. নাগাল্যান্ডের প্রধান ভাষা কি?
[A] নাগা
[B] ইংরেজি
[C] অসমীয়া
[D] খাসি
Correct Answer: [B] ইংরেজি
44. নিচের কোন ঝড়টির গতিবেগ দ্রুত?
[A] হ্যারিকেন
[B] টর্নেডো
[C] টাইফুন
[D] সাইক্লোন
Correct Answer: [B] টর্নেডো
45. নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী?
[A] গঙ্গা
[B] মহানদী
[C] নর্মদা
[D] গোদাবরী
Correct Answer: [C] নর্মদা
46. নিচের কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালিয় ভাষা বলা হয়?
[A] অসমীয়া
[B] তেলেগু
[C] মালায়ালম
[D] বাংলা
Correct Answer: [B] তেলেগু
47. নিচের কোনটিকে ‘গ্রেট সার্কেল’ বলা হয়?
[A] মকরক্রান্তি রেখা
[B] কর্কটক্রান্তি রেখা
[C] সুমেরু বৃত্ত
[D] নিরক্ষরেখা
Correct Answer: [D] নিরক্ষরেখা
48. কোন সংস্থা ‘কলিঙ্গ পুরস্কার’ প্রদান করে?
[A] UNESCO
[B] UNICEF
[C] WHO
[D] UNHCR
Correct Answer: [A] UNESCO
49. নিচের চারটির মধ্যে কোনটি প্রাচীন?
[A] গুপ্ত বংশ
[B] কুষাণ বংশ
[C] কাম্ব বংশ
[D] মৌর্য বংশ
Correct Answer: D] মৌর্য বংশ
50. পশ্চিমবঙ্গে কয়টি লোকসভার আসন আছে?
[A] 37
[B] 36
[C] 42
[D] 44
Correct Answer: [C] 42
51. ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত?
[A] মাদুরাই
[B] কোনার্ক
[C] মিশর
[D] গ্যাংটক
Correct Answer: [B] কোনার্ক
52. ভারতে প্রথম কতসালে ধাতব মুদ্রা তৈরি হয়?
[A] 1542 সালে
[B] 1601 সালে
[C] 1809 সালে
[D] 1677 সালে
Correct Answer: [A] 1542 সালে
53. ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দরের মর্যাদা পায়?
[A] দমদম বিমানবন্দর
[B] পালাম বিমানবন্দর
[C] কোচি বিমানবন্দর
[D] চেন্নাই বিমান বন্দর
Correct Answer: [C] কোচি বিমানবন্দর
54. ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকরা প্রথম বাণিজ্য শুরু করে?
[A] ইংরেজ
[B] ডাচ
[C] ইতালীয়
[D] পর্তুগিজ
Correct Answer: [D] পর্তুগিজ
55. মানুষ প্রথম কেন ধাতুর ব্যবহার শেখে?
[A] লৌহ
[B] স্বর্ণ
[C] রৌপ্য
[D] তাম্র
Correct Answer: [D] তাম্র
56. মালেশিয়ার জাতীয় খেলা কি?
[A] ক্রিকেট
[B] ভলিবল
[C] টেনিস
[D] ব্যাডমিন্টন
Correct Answer: [D] ব্যাডমিন্টন
57. মগধের কোন শাসক পাটলিপুত্র শহর তৈরি করেন?
[A] অজাতশত্রু
[B] বিম্বিসার
[C] হর্ষবর্ধন
[D] কনিষ্ক
Correct Answer: [A] অজাতশত্রু
58. ঔরংজেব কত সালে মারা যান?
[A] 1690 সালে
[B] 1699 সালে
[C] 1700 সালে
[D] 1707 সালে
Correct Answer: [D] 1707 সালে
59. কে AITUC (All India Trade Union Congress) গঠন করেন?
[A] গান্ধীজি
[B] অরবিন্দ
[C] নেহেরু
[D] লালা লাজপত রায়
Correct Answer: [D] লালা লাজপত রায়
60. কে প্রথম হোমরুল আন্দোলন শুরু করেন?
[A] লালা লাজপত রায়
[B] অ্যানি বেসান্ত
[C] স্বামী বিবেকানন্দ
[D] মহাত্মা গান্ধী
Correct Answer: [B] অ্যানি বেসান্ত
61. কে ভারতে জরুরি অবস্থা জারি করেন?
[A] রাষ্ট্রপতি
[B] সংসদ
[C] প্রধানমন্ত্রী
[D] আইন মন্ত্রী
Correct Answer: [A] রাষ্ট্রপতি
62. রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট সংক্রান্ত বিল কোথায় উত্থাপিত হয়?
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] বিধান সভায়
[D] বিধান পরিষদে
Correct Answer: [A] রাজ্যসভা
63. কোন কেন্দ্রশাসিত অঞ্চল মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে অবস্থিত?
[A] দিউ
[B] দমন
[C] চন্ডিগড়
[D] দাদরা ও নগর হাভেলি
Correct Answer: [D] দাদরা ও নগর হাভেলি
64. কোন সাগরের উপর দিয়ে বিশ্বের প্রথম সেতু নির্মাণ হতে চলেছে, যা দুটি মহাদেশকে সংযুক্ত করবে?
[A] ভূমধ্যসাগর
[B] লোহিত সাগর
[C] বঙ্গপোসাগর
[D] আরব সাগর
Correct Answer: [B] লোহিত সাগর
65. কত সালে ভারত হকিতে অলিম্পিকে স্বর্ণপদক পায়?
[A] 1972 সালে
[B] 1964 সালে
[C] 1968 সালে
[D]1960 সালে
Correct Answer: [B] 1964 সালে
66. কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়?
[A] January, 1951
[B] June, 1951
[C] June, 1952
[D] July, 1952
Correct Answer: [B] June, 1951
67.’মোহিনী আট্টম’ কোন রাজ্যের নৃত্য?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] পাঞ্জাব
[D] তামিলনাড়ু
Correct Answer: [A] কেরালা
68. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলিকে কে স্থগিত রাখতে পারেন?
[A] সংসদ
[B] সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
[C] সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি
[D] মন্ত্রিসভার অনুমোদন সহকারে রাষ্ট্রপতি
Correct Answer: [C] সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি
69. ‘এলাহাবাদ প্রশস্তি’ কার লেখা?
[A] বাণভট্ট
[B] হরিসেন
[C] সন্ধ্যাকরনন্দী
[D] কলহন
Correct Answer: [B] হরিসেন
70. কার্বলিক অ্যাসিড-এর রাসায়নিক নাম কি?
[A] বেঞ্জিন
[B] ফেনল
[C] জাইলিনল
[D] রেসর্সিনল
Correct Answer: [B] ফেনল
71. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় রয়েছে?
[A] হলদিয়া
[B] জামনগর
[C] মথুরা
[D] মুম্বাই
Correct Answer: [B] জামনগর
72. ‘কালকূট’ ছদ্মনামে কে পরিচিত?
[A] রাজশেখর বসু
[B] সমরেশ বসু
[C] বুদ্ধদেব বসু
[D] জয়দেব বসু
Correct Answer: [B] সমরেশ বসু
73. জার্মান সিলভার কোন ধাতুর শংকর?
[A] তামা, দস্তা ও রুপা
[B] তামা ও রুপা
[C] সোনা ও রুপা
[D] তামা, দস্তা ও নিকেল
Correct Answer: [D] তামা, দস্তা ও নিকেল
74. নাথুলা পাস্ কোথায় রয়েছে?
[A] কুমায়ুন হিমালয়ে
[B] নেপাল হিমালয়ে
[C] সিকিম হিমালয়ে
[D] ভুটান হিমালয়ে
Correct Answer: [C] সিকিম হিমালয়ে
75. প্রয়োজনে কোন পাখিটি পিছন দিকে উড়তে পারে?
[A] কাক
[B] শকুন
[C] বাবুই
[D] হার্মিং বার্ড
Correct Answer: [D] হার্মিং বার্ড