General Knowledge in Bengali Language 106

General Knowledge in Bengali Language
learndear.com



Hello Friends, আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি General Knowledge in Bengali Language [MCQ] এখানে রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি।

Gk Question Answer in Bengali

1) বিশ্বের বৃহত্তম মরুভূমি__

[A] থর মরুভুমি

[B] সাহারা মরুভুমি

[C] গোবি মরুভুমি

[D] সোনোরান মরুভুমি


Correct Answer: [B] সাহারা মরুভুমি


2) কেন্দ্রীয় ধান গবেষনারগারটি কোথায় অবস্থিত?

[A] চেন্নাই

[B] বেঙ্গালুরু

[C] কোলকাতা

[D] কটক


Correct Answer: [D] কটক


3) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?

[A] ভারত

[B] চীন

[C] ভুটান

[D] নেপাল

Correct Answer: [D] নেপাল


4) কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী?

[A] ধান

[B] চা

[C] গম

[D] তুলা


Correct Answer: [D] তুলা


5) নিচের কোন শহরটি ”ভারতের প্রবেশদ্বার” নামে পরিচিত?

[A] চেন্নাই

[B] মুম্বাই

[C] নিউ দিল্লী

[D] কোলকাতা


Correct Answer: [B] মুম্বাই


6) কোন দেশকে “উদীয়মান সূর্যের দেশ” বলা হয়?

[A] রাশিয়া

[B] জাপান

[C] চীন

[D] অস্ট্রেলিয়া

Correct Answer: [B] জাপান


7) ভারতের গোলাপি শহর বলা হয়__

[A] কর্ণাটক

[B] জয়পুর

[C] কোলকাতা

[D] মানালি


Correct Answer: [B] জয়পুর


8) ভারতের কোন রাজ্যে মরুভুমি রয়েছে?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] রাজস্থান

[D] কর্ণাটক

Correct Answer: [C] রাজস্থান


9) কোন গভর্নর জেনারেল ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ করেন?

[A] লর্ড ক্লাইভ

[B] লর্ড উইলিয়াম বেন্টিক

[C] লর্ড ডালহৌসি

[D] লর্ড কার্জন


Correct Answer: [B] লর্ড উইলিয়াম বেন্টিক


10) ভারতের দীর্ঘতম নদী হল-

[A] গঙ্গা

[B] যমুনা

[C] কাবেরী

[D] ব্রহ্মপুত্র


Correct Answer: [A] গঙ্গা


11. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?

[A] ইস্পাত 

[B] নিকেল 

[C] কোবাল্ট 

[D] পিতল 


Correct Answer: [B] নিকেল 


12. কচ্ছপ নিচের কোন শ্রেণীভুক্ত?

[A] সরীসৃপ 

[B] উভচর 

[C] মৎস 

[D] স্তন্যপায়ী 


Correct Answer: [B] উভচর 


13. রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি?

[A] স্টিরিওস্কোপ 

[B] স্ফিগমোনোমিটার 

[C] অ্যানিমোমিটার 

[D] থার্মোমিটার 


Correct Answer: [B] স্ফিগমোনোমিটার 


14. আকাশ নীল কেন?

[A] সমুদ্রে প্রতিফলনের জন্য। 

[B] ওজন স্তরের জন্য। 

[C] মহাশূন্যে নীলাভ গ্যাসের উপস্থিতির জন্য। 

[D] বায়ুমন্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। 


Correct Answer: [D] বায়ুমন্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। 


15. কার দ্রাবতার জন্য সোডার বোতল খুললে হিসহিস শব্দ হয়?

[A] অক্সিজেন 

[B] কার্বন-মনোক্সাইড 

[C] কার্বন-ডাই-অক্সাইড 

[D] নাইট্রোজেন-ডাই-অক্সাইড 


Correct Answer: [B] কার্বন-মনোক্সাইড 


Gk Question Answer in Bengali 


16. দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে?

[A] পিয়েরি কুরি 

[B] ব্রাটান্ড রাসেল 

[C] টমাস এডিসন 

[D] লুই ব্রেইল 


Correct Answer: [D] লুই ব্রেইল 


17. কোন বাঙালি গ্রন্থকার “আনিলা দেবী” ছদ্মনাম ব্যবহার করতেন?

[A] প্রতিভা বসু 

[B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

[C] কমল মজুমদার 

[D] রাধারানী দেবী 


Correct Answer: [B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 


18. ফারেনহাইট স্কেলের 14° । সেন্টিগ্রেড স্কেলে কত?

[A] 0° – 10°

[B] 0°

[C] 14°

[D] 24°


Correct Answer: [A] 0° – 10°


19. “To be or not to be that is the question.” – এই বিখ্যাত উক্তিটি শেক্সপীয়ারের কোন নাটকে পাওয়া যায়?

[A] ম্যাকবেথ 

[B] হ্যামলেট্ 

[C] রোমিও এন্ড জুলিয়েট 

[D] ওথেলো 


Correct Answer: [B] হ্যামলেট্ 


20. পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি?

[A] সিডনি 

[B] বেজিং 

[C] নিউইয়র্ক 

[D] টোকিও 

Correct Answer: [C] নিউইয়র্ক 


General Knowledge in Bengali Language


1. প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল__

[A] রক্তকোষ

[B] স্নায়ু কোষ

[C] পেশী কোষ 

[D] যকৃৎ কোষ


Correct Answer: [B] স্নায়ু কোষ


2. গদর পার্টি কোথায় প্রতিষ্টিত হয়েছিল?

[A] নিউইয়র্ক

[B] টোকিও

[C] সানফ্রান্সিসকো

[D] লাহোর


Correct Answer: [C] সানফ্রান্সিসকো


3. হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে?

[A] অ্যালিসিন

[B] কারকিউমিন

[C] পিপেরাইন 

[D] মরফিন


Correct Answer: [B] কারকিউমিন


4. দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে_

[A] গন্ডক 

[B] কোশি 

[C] হুগলি

[D] শোন


Correct Answer: [C] হুগলি


5. নিম গাছের ___ অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়। 

[A] মূল

[B] কান্ড

[C] পাতা

[D] ফল


Correct Answer: [C] পাতা


6. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি দিয়েছিলেন__

[A] নেতাজি সুভাষচন্দ্র বসু

[B] বাল গঙ্গাধর তিলক

[C] মহম্মদ ইকবাল

[D] ভগৎ সিং


Correct Answer: [D] ভগৎ সিং


7. নিচের কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমানে থাকে?

[A] ভিটামিন – A

[B] ভিটামিন – B

[C] ভিটামিন – C

[D] ভিটামিন – D


Correct Answer: [C] ভিটামিন – C


8. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন_

[A] ট্রপিক চলন

[B] ট্যাটিক চলন

[C] ন্যাস্টিক চলন

[D] উপরের কোনটিই সঠিক নয়। 


Correct Answer: [C] ন্যাস্টিক চলন


9. ঝিনুক ও শামুকের খোলায় কি ধরনের উপাদান থাকে_

[A] সোডিয়াম কার্বনেট

[B] ক্যালসিয়াম কার্বনেট

[C] ম্যাগনেশিয়াম কার্বনেট

[D] কোনটিই সঠিক নয়। 


Correct Answer: [B] ক্যালসিয়াম কার্বনেট


10. কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায়?

[A] সবুজ

[B] হলুদ

[C] লাল

[D] নীল


Correct Answer: [D] নীল
 

11. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?

[A] ডিজেল

[B] পেট্রোল

[C] তরল হাইড্রোজেন

[D] কোনোটিই সঠিক নয়। 


Correct Answer: [C] তরল হাইড্রোজেন


12. মানুষের শরীরের কোন গ্রন্থিটি ‘Adamas Apple’ নামে পরিচিত?

[A] পিটুইটারি গ্রন্থি

[B] থাইরয়েড

[C] প্যারোটিড

[D] অগ্ন্যাশয়


Correct Answer: [B] থাইরয়েড


13. তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয়?

[A] গ্রাফাইট

[B] হীরক

[C] চারকোল

[D] কোক


Correct Answer: [A] গ্রাফাইট


14. কবে কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?

[A] ১৮৫৪ খ্রি:

[B] ১৮৫৭ খ্রি:

[C] ১৮৬০ খ্রি:

[D] ১৮৭৪ খ্রি:


Correct Answer: [B] ১৮৫৭ খ্রি:


15. কলোসিসা কী?

[A] লেড 

[B] চারকোল 

[C] গ্রাফাইট 

[D] কোক


Correct Answer: [C] গ্রাফাইট 
------------------------------------------------------------------------------------
________________________________________________________
                                         👇

Previous Post Click Hare To Show

Tags