ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম: hello, পাঠকগণ আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির উপ-নামের তালিকাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।
ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম
ক্রম ডাকনাম স্থান
1 স্বর্ণ শহর - অমৃতসর
2 ভারতের ম্যাঞ্চেস্টার- আহমেদাবাদ
3 আরব সাগরের রানী- কোচিন
4 মহাকাশ শহর- বেঙ্গালুরু
5 ভারতের উদ্যান নগরী- বেঙ্গলুরু
6 ভারতের সিলিকন ভ্যালি- বেঙ্গালুরু
7 বাংলার দুঃখ- দামোদর নদী
8 বিহারের দুঃখ- কোশি নদী
9 নীল পর্বত- নীলগিরি
10 পর্বতের রানী- মুসৌরি (উত্তরাখন্ড)
11 পবিত্র নদী- গঙ্গা
12 ভারতের হলিউড- মুম্বাই
13 দুর্গের শহর- কলকাতা
14 ভারতের ইলেক্ট্রনিক শহর- বেঙ্গালুরু
15 গোলাপি শহর- জয়পুর
16 ভারতের প্রবেশদ্বার- মুম্বাই
17 যমজ শহর- হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
18 উৎসবের শহর- মাদুরাই
19 দাক্ষিণাত্যের রানী- পুনে
20 অট্টালিকা শহর- কোলকাতা
21 দক্ষিণের গঙ্গা- গোদাবরী
22 পুরাতন গঙ্গা- গোদাবরী
23 এশিয়ার ডিমের পাত্র- অন্ধ্রপ্রদেশ
24 সোয়া অঞ্চল- মধ্যপ্রদেশ
25 দক্ষিণের ম্যাঞ্চেস্টার- কোয়েম্বাটুর
26 নবাবদের শহর- লখনৌ
27 পূর্বের ভেনিস- কোচিন
28 পঞ্চনদীর দেশ- পাঞ্জাব
29 তাঁতির শহর- পানিপথ
30 হ্রদের শহর- শ্রীনগর
31 ভারতের ইস্পাত নগরী- জামশেদপুর
32 মন্দিরের শহর- বারানসি
33 উত্তরের ম্যাঞ্চেস্টার- কানপুর
34 ভারতের ৱ্যালি- নতুন দিল্লী
35 ভারতের স্বর্গ বা ভূস্বর্গ- জম্মু ও কাশ্মীর
36 ভারতের মশলার উদ্যান- কেরালা
37 ভারতের সুইজারল্যান্ড- কাশ্মীর
38 ঈশ্বরের আবাস- প্রয়াগ
39 ভারতের পিটসবার্গ- জামশেদপুর
Reed More: ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
প্রশ্নঃ কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?
উত্তরঃ আহমেদাবাদ।
প্রশ্নঃ আরব সাগরের রানী কাকে বলা হয়?
উত্তরঃ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়।
প্রশ্নঃ ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়?
উত্তরঃ জয়পুর।
প্রশ্নঃ বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ দামোদর নদী।
প্রশ্নঃ কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
উত্তরঃ মুম্বাই- কে।
প্রশ্নঃ কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরু- কে।
প্রশ্নঃ এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ -কে।
প্রশ্নঃ ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়?
উত্তরঃ জামশেদপুর।
👉end👈