GK MCQ Set 105 in Bengali

GK MCQ Set 106 in Bengali
LearnDear.com

 

Hi Dear Aspirants, GK mcq in Bengali এর 106 নং পর্বের পোস্টটিতে জেনারেল নলেজ এর 50 টি কমণযোগ্য MCQ দেওয়া রইলো। এই GK MCQ in Bengali এর এই প্রশ্ন গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS Prelims, WBP CONSTABLE, Kolkata Police, SSC ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে এই Importent GK MCQ গুলো অবশ্যই পড়ে নিন।


GK MCQ Set 106 in Bengali

১. ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায় ?

a) উত্তর পূর্ব হিমাচল অঞ্চলে

b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

c) উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে

d) অরুণাচল প্রদেশে


➤ উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে।


২. বেগ হল একটি –

a) স্কেলার রাশি

b) ভেক্টর রাশি

c) প্রাকৃতিক রাশি

d) কোনোটিই না


➤ ভেক্টর রাশি।



৩. মানবদেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি ?

a) ডেলটয়েড

b) সারটোরিয়াস

c) ম্যাসেস্টার

d) অ্যাসিলিজ টেন্ডন


➤ ডেলটয়েড।


৩. ডায়নামিক থিওরির আবিষ্কর্তা কে ?

a) নিউটন

b) পাস্কাল

c) কেলভিন

d) অ্যাভোগাড্রো


➤ কেলভিন।


৪. মৌলিক অধিকার গুলি স্থগিত রাখার আদেশ কে নিতে পারেন ?

a) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

b) সংসদের অনুমোদন সাপেক্ষ প্রধানমন্ত্রী

c) সংসদের অনুমোদন সাপেক্ষ রাষ্ট্রপতি

d) সংসদ


➤ সংসদের অনুমোদন সাপেক্ষ রাষ্ট্রপতি।


৫. বিজ্ঞানর কোন শাখায় কলার অনুবেক্ষণিক গঠন ?

a) অস্ট্রিওলজি

b) হেমাটোলজি

c) অস্টিওলজি

d) হিস্টোলজি


➤ হিস্টোলজি।



৬. হকির জাদুকর বলা হয় –

a) মনপ্রীত সিং

b) ধনরাজ পিল্লাই

c) ধ্যানচাঁদ

d) রূপ সিং


➤ ধ্যানচাঁদ।


৭. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন –

a) রবীন্দ্রনাথ ঠাকুর

b) সত্যজিৎ রায়

c) অরুন্ধতী রায়

d) আশাপূর্ণা দেবী


➤ আশাপূর্ণা দেবী।


৮. হিমোগ্লোবিনের কাজ কি?

a) অক্সিজেন পরিবহন করা

b) ব্যাকটেরিয়া ধ্বংস করা

c) রক্ত জমাট বাঁধানো

d) কোনোটিই না


➤ অক্সিজেন পরিবহন করা।


৯. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?

a) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

b) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

c) পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

d) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


➤ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।



১০. পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালু হয় কত সালে ?

a) 2002 সালে

b) 2007 সালে

c) 2012 সালে

d) 2018 সালে


➤ 2012 সালে।


১১. ‘ম্যালথাসের সূত্র’ কোন ক্ষেত্রের সম্পর্কিত ?

a) জনসংখ্যা

b) মৃত্তিকা

c) অরণ্য

d) রাজস্ব (Tax)


➤ জনসংখ্যা।


১২. কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত ?

a) 1929 সালে

b) 1931 সালে

c) 1935 সালে

d) 1941 সালে


➤ 1931 সালে।


১৩. ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে ?

a) উত্তরপ্রদেশ

b) ত্রিপুরা

c) জম্মু ও কাশ্মীর

d) কর্ণাটক


➤ জম্মু ও কাশ্মীর।


১৪. সাউথ – ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

a) ছত্তিশগড়

b) কলকাতা

c) দিসপুর

d) বিলাসপুর


➤ বিলাসপুর।


১৫. অনিলা দেবী কার ছদ্মনাম ?

a) রাজশেখর বসু

b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

c) মহাশ্বেতা দেবী

d) সমরেশ বসু


➤ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


50 GK MCQ in Bengali

১৬. ‘শংকর’ কার ছদ্মনাম ?

a) মণিশঙ্কর মুখোপাধ্যায়

b) রাজশেখর বসু

c) সত্যজিৎ রায়

d) বলাইচাঁদ মুখোপাধ্যায়


➤ মণিশঙ্কর মুখোপাধ্যায়।


১৭. আয়নায় প্রলেপ দিতে কি ব্যাবহার করা হয় ?

a) পারদ

b) গ্লুকোজ

c) ভিনিগার

d) স্টার্চ


➤ গ্লুকোজ।



১৮. আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?

a) সক্রেটিস

b) প্লেটো

c) অ্যারিস্টটল

d) দরায়ুস


➤ অ্যারিস্টটল।


১৯. রুস্তুম ই হিন্দ উপাধি কে পান ?

a) মতিলাল নেহরু

b) দারা সিং

c) সুকুমার সেন

d) সুশীল কুমার সেন


➤ দারা সিং।


২০. কি কারণে মরুভূমিতে মরীচিকা হয় ?

a) প্রতিফলন

b) বিক্ষেপণ

c) অভ্যন্তরীণ পূর্ন প্রতিফলন

d) বিকিরণ


➤ অভ্যন্তরীণ পূর্ন প্রতিফলন।


২১. মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সামনে রয়েছে ?

a) যকৃত

b) অ্যাড্রিনাল গ্রন্থি

c) থাইরয়েড গ্রন্থি

d) পিটুইটারি গ্রন্থি


➤ পিটুইটারি গ্রন্থি।


২২. ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি ?

a) সোডিয়াম ক্লোরাইড

b) পটাসিয়াম হাইড্রোক্সাইড

c) ক্যালশিয়াম হাইপোক্লোরাইড

d) সোডিয়াম বাইকার্বনেট


➤ ক্যালশিয়াম হাইপোক্লোরাইড।


২৩. ডুরালুমিন কোন কোন ধাতুর শংকর ?

a) অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ

b) তামা ও টিন

c) তামা, জিঙ্ক, নিকেল ও টিন

d) সিসা, টিন ও তামা


➤ অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ।


২৪. পরাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

a) পশ্চিমবঙ্গ

b) উত্তরপ্রদেশ

c) কর্ণাটক

d) ওড়িশা


➤ ওড়িশা।



২৫. বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ ?

a) পুষ্পাক্ষ

b) পুংকেশর চক্র

c) বৃতি

d) ডিম্বক


➤ পুষ্পাক্ষ।


২৬. ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে ?

a) পাঞ্জাব

b) ওড়িশা

c) কেরালা

d) ঝাড়খণ্ড


➤ কেরালা।


২৭. উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাকবক্স এর কি ?

a) কালো

b) কমলা

c) সবুজ

d) বাদামি


➤ কমলা।


২৮. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

a) প্যারিস

b) ওয়াশিংটন ডিসি

c) ঢাকা

d) জেনেভা


➤ জেনেভা।


২৯. ভারতের কোন রাজ্যে সংস্কৃত একটি সরকারি ভাষা হিসেবে গণ্য ?

a) উত্তরাখণ্ড

b) উত্তর প্রদেশ

c) কেরালা

d) মধ্যপ্রদেশ


➤ উত্তরাখণ্ড।


৩১. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?

a) নেতাজি সুভাষচন্দ্র বসু

b) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

c) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


➤ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।


৩২. নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম নিত্য বিদ্যালয় ?

a) কালক্ষেত্র

b) রবীন্দ্রভারতী

c) কলাবতি

d) ময়ূরাক্ষী




➤ কালক্ষেত্র।

৩৩. লীগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?

a) 1932 সালে

b) 1927 সালে

c) 1920 সালে

d) 1912 সালে


➤ 1920 সালে।


৩৪. কলকাতায় রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয় ?

a) 1768 খ্রিস্টাব্দে

b) 1770 খ্রিস্টাব্দে

c) 1776 খ্রিস্টাব্দে

d) 1780 খ্রিস্টাব্দে


➤ 1780 খ্রিস্টাব্দে।


৩৫. রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি ?

a) জয়পুর

b) কোটি

c) উদয়পুর

d) জোধপুর


➤ জয়পুর।



৩৬. বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত?

a) কত্থক

b) কথাকলি

c) ভারতনাট্যম

d) মণিপুরী


➤ কত্থক।


৩৭. ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত ?

a) মাছ

b) সার

c) ডিম

d) বাদাম


➤ সার।


৩৮. নিচের কোনটির পরসিদের পবিত্র গ্রন্থ ?

a) গ্রন্থ সাহেব

b) ত্রিপিটক

c) জেন্দ আবেস্তা

d) কোরআন


➤ জেন্দ আবেস্তা।


৩৯. ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ?

a) দেবশ্রী বোস

b) শ্রী বোস

c) ঐরশা ব্যানার্জি

d) অনুরাধা পাল


➤ অনুরাধা পাল।


৪০. প্রথম মহিলা কত্থক নিত্য শিল্পী কে ছিলেন ?

a) ভাগ্যশ্রী

b) অনুরাধা পাল

c) বন্দনা সেন

d) ঐশ্বর্য ব্যানার্জি


➤ ভাগ্যশ্রী।


৪১. ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল ?

a) পাটনা

b) দিল্লি

c) কলকাতা

d) ভোপাল


➤ কলকাতা।


৪২. গঙ্গাসাগর মেলা কোথায় উদযাপিত হয় ?

a) পশ্চিমবঙ্গে

b) বিহারে

c) রাজস্থানে

d) ওড়িশায়


➤ পশ্চিমবঙ্গে।


৪৩. মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয় ?

a) আগস্ট

b) জানুয়ারি

c) মার্চ

d) সেপ্টেম্বর


➤ জানুয়ারি।


৪৪. ভারতের দুধের বালতি কাকে বলা হয় ?

a) বিহারকে

b) পাঞ্জাবকে

c) হরিয়ানাকে

d) পশ্চিমবঙ্গকে


➤ হরিয়ানাকে।


৪৫. এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিলেন ?

a) বিজয়লক্ষী পন্ডিত

b) প্রীতিলতা ওয়াদ্দেদার

c) সরোজিনী নাইডু

d) কৃষ্ণচন্দ্র দে


➤ সরোজিনী নাইডু।


৪৬. কোন মহান শিল্পী ‘শিল্পগুরু’ হিসেবে খ্যাত ছিলেন ?

a) অবনীন্দ্রনাথ ঠাকুর

b) রবীন্দ্রনাথ ঠাকুর

c) দেবেন্দ্রনাথ ঠাকুর

d) রামকিঙ্কর


➤ অবনীন্দ্রনাথ ঠাকুর।



৪৭. ‘এশিয়ার মুক্তি সূর্য’ কাকে বলা হয় ?

a) মোহাম্মদ আলী জিন্না

b) সরোজিনী নাইডু

c) মজিবর রহমান

d) ইন্দিরা গান্ধী


➤ ইন্দিরা গান্ধী।


৪৮. পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত ?

a) পশ্চিমবঙ্গ

b) ওড়িশা

c) বিহার

d) হরিয়ানা


➤ ওড়িশা।


৪৯. শেরশাহের তাম্র মুদ্রার নাম কি ?

a) তাস

b) তাল

c) দাম

d) ধাগ


➤ তাস।


৫০. হোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

a) ফুটবল

b) দাবা

c) টেনিস

d) গলফ


➤ গলফ


Previous post 👉

ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে Click Hare To Download

_______________________________________________________________________________

Tags