আজ Competitive Exam Important Indian History GK in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 30 টি MCQ GK, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই MCQ GK পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।
Indian History
MCQ questions and answers in bengali
part-1
1. দুনিয়ার মজদুর এক হও নিম্নের কে বলেন ?
(a) মাক্স
(b) লেনিন
(c) স্ট্যালিন
(d) চৌ এন লাই
উত্তর:: (b) লেনিন
2. ভারতের কোথায় গান্ধীজী প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ?
(a) ডান্ডি
(b) খেদা
(c) আমেদাবাদ
(d) চম্পারন
উত্তর::(d) চম্পারন
3. ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন নিম্নের কে ?
(a) মহাত্মা গান্ধী
(b) পন্ডিত জহরলাল নেহেরু
(c) নেতাজি সুভাষচন্দ্র বসু
(d) সরদার বল্লভ ভাই প্যাটেল
উত্তর:: (b) পন্ডিত জহরলাল নেহেরু
4. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ?
(a) ওয়েলেসলি
(b) লর্ড কার্জন
(c) লর্ড বেন্টিক
(d) লর্ড রিপন
উত্তর:: (a) ওয়েলেসলি
5.ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে মৌর্য রাজবংশ থেকে ভারত সরকার নিচের কোনটি গ্রহণ করেছেন ?
(a) চারটি সিংহ
(b) রথচক্র
(c) অশ্ব
(d) সত্যমেব জয়তে শব্দবন্ধ
উত্তর:: (a) চারটি সিংহ
6. বিখ্যাত গ্রন্থ গীতগোবিন্দ রচনা করেছেন নিম্নের কে ?
(a) মীরাবাঈ
(b) কালিদাস
(c) বানভট্ট
(d) জয়দেব
উত্তর:: (d) জয়দেব
7. পলাশীর যুদ্ধের পর সিরাজ-উদ-দৌলার জায়গায় বাংলার নবাব কে হন ?
(a) আলীবর্দী খাঁ
(b) মীরজাফর
(c) মীর কাসিম
(d) সুজাউদ্দৌলা
উত্তর:: (b) মীরজাফর
8. দিল্লি লাল কেল্লা নির্মাণ করেছিলেন নিম্নের কে ?
(a) আকবর
(b) শাহজাহান
(c) জাহাঙ্গীর
(d) শেরশাহ
উত্তর:: (b) শাহজাহান
9. "রাম এবং রহিম একই ঈশ্বরের দুটি আলাদা নাম" কে বলেছিলেন ?
(a) কবির
(b) রাম দাস
(c) চৈতন্য
(d) রামানুজ
উত্তর:: (a) কবির
10. 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায় ?
(a) আসামে
(b) কেরালা
(c) পাঞ্জাবে
(d) বাংলায়
উত্তর:: (b) কেরালা
11. কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরি ?
(a) ফিরোজ শাহ তুঘল
(b) গিয়াসউদ্দিন তুঘলক
(c) মুহাম্মদ বিন তুঘলক
(d) তুঘলক শাহ
উত্তর:: (c) মুহাম্মদ বিন তুঘলক
12. নিম্নের কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই ?
(a) আগ্রা
(b) ফতেপুর সিক্রি
(c) লাহোর
(d) দিল্লি
উত্তর:: (c) লাহোর
13. কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ?
(a) আকবর
(b) জাহাঙ্গীর
(c) ঔরঙ্গজেব
(d) বাবর
উত্তর:: (a) আকবর
14. বুদ্ধের আসল নাম কি ?
(a) তথাগত
(b) সিদ্ধার্থ
(c) বোধয়ন
(d) শাক্য
উত্তর:: (b) সিদ্ধার্থ
15. ভারতে স্বত্তবীলোপ নীতি কে প্রবর্তন করেন?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড ডালহৌসি
(d) লর্ড ওয়েলেসলি
উত্তর:: (c) লর্ড ডালহৌসি
16. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত হন ?
(a) মোহাম্মদ আল হাসান
(b) মোহাম্মদ আলী জিন্নাহ
(c) হযরত মহানি
(d) খান আবদুল গফফর খান
উত্তর:: (d) খান আবদুল গফফর খান
17.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
(a) বোম্বাই
(b) কলকাতা
(c) দিল্লি
(d) গোয়া
উত্তর:: (a) বোম্বাই
18. আকবরনামা কার লেখা ?
(a) আবুল ফজল
(b) টোডরমল
(c) ইবন বতুতা
(d) আব্দুল কাদের বদাউনি
উত্তর:: (a) আবুল ফজল
19. বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে ?
(a) বিক্রমাদিত্য
(b) শীলভদ্র
(c) ধর্মপাল
(d) দেব পাল
উত্তর:: (c) ধর্মপাল
20. কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) ওয়ারেন হেস্টিংস
(c) রাজা রাধাকান্ত দেব
(d) রাজা রামমোহন রায়
উত্তর:: (b) ওয়ারেন হেস্টিংস
21. বিখ্যাত ইলবার্ট বিল কার আমলে প্রবর্তিত হয়েছিল ?
(a) লর্ড মেয়ো
(b) লর্ড লিটন
(c) লর্ড ডাফরিন
(d) লর্ড রিপন
উত্তর:: (d) লর্ড রিপন
22. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?
(a) লর্ড ডালহৌসি
(b) লর্ড কার্জন
(c) লর্ড হেস্টিংস
(d) লর্ড ওয়েলেসলি
উত্তর:: (d) লর্ড ওয়েলেসলি
23. ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ডাফ্রিন
(c) লর্ড লিটন
(d) লর্ড রিপন
উত্তর:: (b) লর্ড ডাফ্রিন
24. 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন ?
(a) সীমান্ত গান্ধী
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(c) উমেশচন্দ্র ব্যানার্জি
(d) উপরের কেউ নন
উত্তর:: (d) উপরের কেউ নন
25. কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন ?
(a) বাংলা
(b) সংস্কৃত
(c) মৈথিলী
(d) অপভ্রংশ
উত্তর:: (b) সংস্কৃত
26. দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকমের কর এর হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন ?
(a) মোবারক শাহ খলজী
(b) গিয়াসউদ্দিন তুঘলক
(c) ফিরোজ তুঘলক
(d) সিকান্দর লোদি
উত্তর:: (c) ফিরোজ তুঘলক
27. হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন ?
(a) অরবিন্দ ঘোষ
(b) মহাত্মা গান্ধী
(c) বালগঙ্গাধর তিলক
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর:: (b) মহাত্মা গান্ধী
28.তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কে ?
(a) ভিভিয়ান ডিরোজিও
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) স্বামী বিবেকানন্দ
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর:: (b) দেবেন্দ্রনাথ ঠাকুর
29. কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) 1911 সালে
(b) 1921 সালে
(c) 1931 সালে
(d) 1941 সালে
উত্তর:: (c) 1931 সালে
30. ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত ?
(a) সমুদ্র গুপ্ত
(b) প্রথম চন্দ্রগুপ্ত
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) স্কন্দ গুপ্ত
উত্তর:: (c) লাহোর