আজ Competitive Exam Important Indian History GK in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 24 টি MCQ GK, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই MCQ GK পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।
Indian History
MCQ questions and answers in bengali
PART- 2
1. প্রশ্ন : শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি?
(a) উগ্রসেনা নন্দ
(b) মহাপদ্ম নন্দ
(c) কালাশোক বা কাকবর্ণ
(d) ধননন্দ
2. প্রশ্ন : বিম্বিসার কোন উপাধি নেন ?
(a) শ্রেষ্ঠ রাজা
(b) শ্রেণীক
(c) কুনিক
(d) ব্রহ্মানন্দ
3. প্রশ্ন : আর্যদের কোন দেবতাকে পুরন্দর বলা হত ?
(a) ইন্দ্র
(b) মিত্র
(c) বরুণ
(d) সূর্য
4. প্রশ্ন : ঋকবেদে হাতিকে কি বলা হত ?
(a) মৃগেন
(b) মৃগহস্তীন
(c) মৃগ
(d) হস্তী
5. প্রশ্ন : লোহাকে ঋকবেদে কি বলা হয়েছে ?
(a) লৌহ
(b) কন্টক
(c) তাম্র
(d) আয়স
6. প্রশ্ন : নন্দ বংশের শেষ রাজার নাম কি ?
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) ধননন্দ
(c) মহাপদ্ম নন্দ
(d) বিম্বিসার
7. প্রশ্ন : তীর্থঙ্কর কাদের বলা হত ?
(a) জৈনদের ধর্মগুরু
(b) বৌদ্ধদের ধর্ম
(c) আর্যদের ব্রাহ্মণ
(d) ক্ষত্রিয় বংশের ব্যক্তিকে
8. প্রশ্ন : জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন ?
(a) ঋষাবদেব
(b) পার্শ্বনাথ
(c) মহাবীর
(d) গৌতম বুদ্ধ
8. প্রশ্ন : বিম্বিসার এর পরবর্তী মগধের রাজা কে ছিলেন ?
(a) অশোক
(b) অজাতশত্রু
(c) সিদ্ধার্ত
(d) চন্দ্রগুপ্ত মৌর্য
9. প্রশ্ন : হর্যঙ্ক বংশের শেষ রাজার নাম কি ?
(a) বিম্বিসার
(b) সম্রাট অশোক
(c) অজাত শত্রু
(d) নাগদশক
10. প্রশ্ন : কোন মৌর্য সম্রাট পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেছিলেন ?
(a) নাগদশক
(b) বিম্বিসার
(c) কালাশোক
(d) উভয়ভদ্র
11. প্রশ্ন : মহা কন্টক শিলা নামক অস্ত্রটি কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল ?
(a) বিম্বিসার
(b) অশোক
(c) অজাতশত্রু
(d) উভয় ভদ্র
12. প্রশ্ন : বৌদ্ধিক সাহিত্যে কাকে অগ্রসেন বলা হয়েছে ?
(a) অশোক
(b) বিম্বিসার
(c) ধননন্দ
(d) গৌতম বুদ্ধ
13. প্রশ্ন : মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
(a) পাটলিপুত্র
(b) রাজগৃহ
(c) বিরাট নগর
(d) কুশিনগর
14. প্রশ্ন : অঙ্গরাজ্যের রাজধানী কোথায় ছিল ?
(a) বিরাট নগর
(b) চম্পাপুর
(c) পাটলিপুত্র
(d) কাশি
15. প্রশ্ন : ষোড়শ মহাজনপদ এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ?
(a) কম্বোজ
(b) মৎস্য
(c) মগধ
(d) শূরসেন
16. প্রশ্ন : ব্রহ্মদত্ত কে ছিলেন ?
(a) কাশীর রাজা
(b) মগদের মন্ত্রী
(c) অঙ্গ রাজ্যের রাজা
(d) পাঞ্চালের রাজা
17. প্রশ্ন : দক্ষিণ ভারতের একটি মহাজনপদ ছিল ?
(a) অশ্মক
(b) কুরু
(c) মৎস্য
(d) চেদি
18. প্রশ্ন : মগদের নন্দ বংশের পতন ঘটান কে ?
(a) চন্দ্রগুপ্ত মৌর্য
(b) অম্ভী
(c) শিশুনাগ
(d) সেলুকাস
19. প্রশ্ন : পারসিকদের ধর্মের নাম কি ?
(a) হিন্দু ধর্ম
(b) খ্রিস্টধর্ম
(c) ইসলাম ধর্ম
(d) জরথুস্ট্রীয় ধর্ম
20. প্রশ্ন : আলেকজান্ডারের সময় মগজের রাজা কে ছিলেন ?
(a) অশোক
(b) কনিষ্ক
(c) বিম্বিসার
(d) ধননন্দ A
21. প্রশ্ন : ‘কুনিক’ উপাধিটি কে গ্রহণ করেন ?
(a) চন্দ্রগুপ্ত
(b) অজাতশত্রু
(c) বিম্বিসার
(d) অশোক
22. প্রশ্ন : প্রথমবার আশিক আক্রমণের সময় পারস্যের রাজা কে ছিলেন ?
(a) দরাউস
(b) সেলুকাস
(c) কাইরাস
(d) কোনোটিই নয়
23. প্রশ্ন : পারসিকদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল ?
(a) ক্যাশু
(b) দারিক
(c) নিষ্ক
(d) নারায়নী
24. প্রশ্ন : আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
(a) 350 খ্রীষ্টপূর্বাব্দে
(b) 327 খ্রীষ্টপূর্বাব্দে
(c) 322 খ্রীষ্টপূর্বাব্দে
(d) 250 খ্রীষ্টপূর্বাব্দে
END
আগের পর্ব