70 টি পদার্থবিদ্যার জিকে
70 physics GK in Bengali(1-10)
1 : মান এবং অভিমুখ উভয়ই আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হল -
(a) ভরবেগ
(b) তড়িৎপ্রবাহমাত্রা
(c) কোণ
(d) বেগ
Answer - তড়িৎপ্রবাহমাত্রা
2 : মাত্রাহীন অথচ একক আছে, এরূপ একটি রাশি হল -
(a) চাপ
(b) দ্রুতি
(c) কোণ
(d) ক্ষমতা
Answer - কোণ
3 : আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক হল -
(a) অ্যাম্পিয়ার
(b) রেডিয়ান
(c) স্টেরেডিয়ান
(d) ক্যান্ডেলা
Answer - ক্যান্ডেলা
4: ‘পারসেক’ এককটি ব্যবহার হয় -
(a) চাপ পরিমাপের ক্ষেত্রে
(b) ঘাতবল পরিমাপের ক্ষেত্রে
(c) ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে
(d) নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে
Answer - নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে
5 : অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটির প্রয়োজন হয় সেটি হলো -
(a) মিলিমিটার
(b) অ্যাস্ট্রোনমিক্যাল একক
(c) পারসেক
(d) ফার্মি
Answer - ফার্মি
6 : এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী অ্যাম্পিয়ার হলো এক
ধরনের -
(a) লব্ধ একক
(b) মাত্রাহীন রাশি
(c) মৌলিক একক
(d) অনুপাত
Answer - মৌলিক একক
7 : নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হল -
(a) দ্রুতি
(b) বেগ
(c) ভর
(d) চাপ
Answer - বেগ
8 : ঘনকোণের একক হল -
(a) ডিগ্রী
(b) ক্যান্ডেলা
(c) স্টেরেডিয়ান
(d) কোনোটিই নয়
Answer - স্টেরেডিয়ান
9 : তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লম্ব এককের উদাহরণ হল -
(a) বেগের একক
(b) ত্বরণের একক
(c) আয়তনের একক
(d) ভরবেগের একক
Answer - ভরবেগের একক
10 : পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক মধ্যরেখা কে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে, সেই সময়কে
বলে -
(a) 1 বছর
(b) 1 মাস
(c) 1 আলোকবর্ষ
(d) 1 সৌরদিন
Answer -1 সৌরদিন
70 physics GK in Bengali (11-20)
11 : 277k তাপমাত্রায় 1kg বিশুদ্ধ জলের আয়তন কে বলা হয়-
(a) 1 ঘন সেমি
(b) 1000 লিটার
(c) 1 লিটার
(d) 100 ঘন সেমি
Answer -1 লিটার
12 : স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?
(a) আসঞ্জন বল
(b) যান্ত্রিক বল
(c) অভিকর্ষজ বল
(d) মহাকর্ষ বল
Answer - অভিকর্ষজ বল
13 : নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি ভৌত রাশি নয় -
(a) দৈর্ঘ্য
(b) আয়তন
(c) বায়ু
(d) ক্ষেত্রফল
Answer - বায়ু
14 : দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত হয় -
(a) রিস্ট ওয়াচ
(b) স্টপ ওয়াচ
(c) দোলক ঘড়ি
(d) টেবিল ক্লক
Answer - স্টপ ওয়াচ
15 : একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি কিন্তু তাদের একক অভিন্ন। এরূপ উদাহরণ হল-
(a) দ্রুতি ও বেগ
(b) কার্য ও শক্তি
(c) ত্বরণ ও মন্দন
(d) দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল
Answer - দ্রুতি ও বেগ
16 : একটি বস্তুর উপাদানের ঘনত্ব 2.73g.cm-3 এবং আয়তন 20 cm3 হলে, বস্তুটির ভর হবে -
(a) 273 g
(b) 54.6 g
(c) 5.46 g
(d) 546 g
Answer -54.6 g
17: এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো -
(a) সাধারণ তুলাযন্ত্র
(b) ড্রপার
(c) আয়তনমাপক চোঙ
(d) অন্য কোনো যন্ত্র
Answer - আয়তনমাপক চোঙ
18 : বল এবং ত্বরণের মাত্রার অনুপাত হল -
(a) দৈর্ঘ্যের মাত্রা
(b) সময়ের মাত্রা
(c) ভরের মাত্রা
(d) কোনোটিই নয়
Answer - ভরের মাত্রা
19: আলোকবর্ষ হল -
(a) আলোকরশ্মির সূর্য থেকে পৃথিবীতে পৌছানোর সময়
(b) দৈর্ঘ্যের লব্ধ একক
(c) সময় একক
(d) শূন্য মাধ্যমে আলোকরশ্মির এক বছরে অতিক্রান্ত দূরত্ব
Answer - শূন্য মাধ্যমে আলোকরশ্মির এক বছরে অতিক্রান্ত দূরত্ব
70 physics gk in Bengali (21-40)
20 : মেট্রোনাম হল -
(a) এক ধরনের সুবেদী তুলা যন্ত্র
(b) দৈর্ঘ্য পরিমাপ এক ধরনের সূক্ষ্মস্কেল
(c) উপগ্রহ উৎক্ষেপণ কালে ব্যবহৃত সময়ের নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি
(d) কোনোটিই নয়
Answer - উপগ্রহ উৎক্ষেপণ কালে ব্যবহৃত সময়ের নির্ভুল পরিমাপক এক ধরনের ঘড়ি
21 : সোনা বা হীরের ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয় ?
(a) amu
(b) kg
(c) ক্যারেট
(d) ডালটন
Answer - ক্যারেট
প্রশ্ন : নিজের রাশি গুলির মধ্যে মাত্রাহীন রাশি হল -
(a) আপেক্ষিক তাপ
(b) আপেক্ষিক গুরুত্ব
(c) লীন তাপ
(d) সময়
Answer - আপেক্ষিক গুরুত্ব
22 : SI পদ্ধতিতে কোন পদার্থের ঘনত্বের সংখ্যামান CGS পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সংখ্যামানের -
(a) বেশি
(b) কম
(c) সমান
(d) নির্ণয় করা সম্ভব নয়
Answer - বেশি
23 : যদি আলোর বেগকে, বেগের একক এবং 1 বছরকে সময়ের একক ধরা হয়, তবে দৈর্ঘ্যের একক হবে -
(a) ফার্মি
(b) আলোক সেকেন্ড
(c) আলোকবর্ষ
(d) পারসেক
Answer - আলোকবর্ষ
24 : দৈর্ঘ্য, সময় এবং বলের একক দ্বিগুণ হলে, ক্ষমতার একক বৃদ্ধি পাবে-
(a) দ্বিগুণ
(b) তিনগুণ
(c) চার গুণ
(d) পাঁচ গুণ
Answer - দ্বিগুণ
25 : মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল -
(a) কার্য
(b) আয়তন
(c) কম্পাঙ্ক
(d) কোণ
Answer - কোণ
26 : ভর মাপার যন্ত্রের নাম কি ?
(a) ম্যানোমিটার
(b) থার্মোমিটার
(c) স্প্রিং তুলা
(d) সাধারণ তুলাযন্ত্র
Answer - সাধারণ তুলাযন্ত্র
27 : 1 g-wt = কত dyne -
(a) 9.81
(b) 981
(c) 1/981
(d) 1/9.81
Answer -981
28 : SI পদ্ধতিতে ওজনের পরম একক হল –
(a) Newton
(b) kg-wt
(c) dyne
(d) g-wt
Answer - SI পদ্ধতিতে ওজনের পরম একক হল Newton
29 : পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন -
(a) সর্বোচ্চ
(b) ভূপৃষ্ঠের অর্ধেক হয়
(c) ওজন থাকে না
(d) ভূপৃষ্ঠের দ্বিগুণ হয়
Answer - ওজন থাকে না
30 : ভূ-পৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক ?
(a) ভূ কেন্দ্রে
(b) নিরক্ষীয় তলে
(c) এভারেস্টের চূড়ায়
(d) মেরু অঞ্চলে
Answer - মেরু অঞ্চলে
31 : চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় কত গুণ ?
(a) 6 গুণ
(b) 4 গুণ
(c) 1/6 গুন
(d) কোনোটিই নয়
Answer -1/6 গুন
32 : অপ্রচলিত শক্তির বৈশিষ্ট্য হল -
(a) দূষণ সৃষ্টিকারী
(b) পুনর্নবীকরণযোগ্য
(c) ব্যয়বহুল
(d) কোনোটিই নয়
Answer - পুনর্নবীকরণযোগ্য
33 : লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তার ওজন বাড়ে – এই ঘটনাটি কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
(a) ভরের সংরক্ষণ সূত্র
(b) ভরবেগের সংরক্ষণ সূত্র
(c) শক্তির সংরক্ষণ সূত্র
(d) কোনোটিই নয়
Answer - ভরের সংরক্ষণ সূত্র
34 : কিছুক্ষণ দৌড়ালে শরীর গরম হয়ে ওঠে, এক্ষেত্রে শক্তির রূপান্তর কিরূপ -
(a) স্থিতিশক্তি->গতিশক্তি
(b) গতিশক্তি-> তাপশক্তি
(c) রাসায়নিক শক্তি->তাপশক্তি
(d) শক্তির কোন রূপান্তর হয় না
Answer - গতিশক্তি-> তাপশক্তি
35: শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তরের উদাহরণ হল-
(a) রেডিও
(b) টেলিফোনের প্রেরক যন্ত্র
(c) টেলিভিশন
(d) ইলেকট্রিক গিটার
Answer - টেলিফোনের প্রেরক যন্ত্র
36 : নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে g-এর মান -
(a) একই থাকে
(b) কমে
(c) বাড়ে
(d) 45° অক্ষাংশ পর্যন্ত কমে
Answer - বাড়ে
37 : একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে -
(a) বস্তুটির ভরের উপর
(b) বস্তুটির ব্যাসার্ধের উপর
(c) বস্তুটির উপাদানের ঘনত্বের উপর
(d) উপরের কোনটিই সঠিক নয়
Answer - উপরের কোনটিই সঠিক নয়
38 : দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের একটি উপায় হল-
(a) বৈদ্যুতিক বাতি
(b) সঞ্চয়ক কোশ
(c) টেলিভিশন
(d) কোনোটিই নয়
Answer - সঞ্চয়ক কোশ
39 : কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয় -
(a) আটলান্টিক মহা সমুদ্রের তলায়
(b) এভারেস্ট শৃঙ্গের মাথায়
(c) নিরক্ষীয় অঞ্চলে
(d) মেরু অঞ্চলে
Answer - সঞ্চয়ক কোশ
40 : একটি বিকারে রাখা তরলে একটি বস্তু ভাসছে। সমগ্র সংস্থাটি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল। বস্তুর উপর তরলের দ্বারা প্রযুক্ত প্লবতার মান -
(a) অপসারিত তরলের ওজনের সমান
(b) বায়ুতে বস্তুর ওজনের সমান
(c) সমআয়তনের তরলের ওজনের সমান
(d) শূন্য
Answer - শূন্য
70 physics gk in Bengali (41-50)
41 : অপ্রচলিত শক্তির উদাহরণ হল -
(a) নিউক্লিয় শক্তি
(b) বায়ু শক্তি
(c) তড়িৎ শক্তি
(d) রাসায়নিক শক্তি
Answer - বায়ু শক্তি
42: বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য -
(a) বেড়ে যেত
(b) একই থাকত
(c) দিন বা রাত কিছুই হতো না
(d) কমে যেত
Answer - কমে যেত
43: একটি পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখটি
(a) তরুণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(b) সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
(c) মূলবিন্দুগামী একটি সরলরেখা
(d) মূলবিন্দুগামী একটি অর্ধ বৃত্তাকার রেখা
Answer - সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা
44: স্প্রিং তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না, সেই স্থানটি হল -
(a) চন্দ্রপৃষ্ঠ
(b) পৃথিবীপৃষ্ঠ
(c) পৃথিবীর কেন্দ্র
(d) খনির মধ্যস্থল
Answer - পৃথিবীর কেন্দ্র
45: একটি বস্তুর ভার 9.8kg হলে বস্তুটির ভর -
(a) 980 g
(b) 1 kg
(c) 9.8 kg
(d) 1 g
Answer -1 kg
46: স্থির চাপে কি ধরনের পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয় -
(a) বিশুদ্ধ অনিয়তাকার
(b) বিশুদ্ধ তরল পদার্থের
(c) বিশুদ্ধ কেলাসাকার পদার্থের
(d) সাধারণ যে কোন পদার্থের
Answer - বিশুদ্ধ কেলাসাকার পদার্থের
47: যেকোনো অবস্থান্তরের সময় পদার্থের তাপমাত্রা -
(a) বৃদ্ধি পায়
(b) বৃদ্ধি বা হ্রাস পেতে পারে
(c) হ্রাস পায়
(d) অপরিবর্তিত থাকে
Answer - অপরিবর্তিত থাকে
48: নিচের কোন পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই ?
(a) বরফ
(b) ঢালাই লোহা
(c) মোম
(d) তামা
Answer - মোম
49: নিম্নলিখিত পদার্থ গুলি থেকে এমন একটি পদার্থ চিহ্নিত করো যা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত
হয় ?
(a) নিশাদল
(b) মোম
(c) বরফ
(d) লবণ
Answer - নিশাদল
50: তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক -
(a) 0 k
(b) 273 k
(c) -273 k
(d) 100 k
Answer -273 k
70 physics gk in Bengali (51-60)
51: স্ফুটন এর সময় তরলের উপরের বাষ্পের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা -
(a) কম হয়
(b) উভয়ই সমান হয়
(c) বেশি হয়
(d) বাষ্পের কোনো চাপ নেই
Answer - উভয়ই সমান হয়
52: দুই টুকরো বরফ কে এক সঙ্গে কিছুক্ষণ চাপ দিয়ে রেখে দিলে, খন্ড দুটি জোড়া লেগে যায়। এই ঘটনাকে বলে -
(a) বাষ্পায়ন
(b) শীতলী ভবন
(c) কঠিনীভবন
(d) পুনঃশিলীভবন
Answer - পুনঃশিলীভবন
53: বরফের সঙ্গে খাদ্য লবন মেশালে, মিশ্রণের গলনাঙ্ক -
(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) একই থাকে
(d) কোনোটিই নয়
Answer - কমে যায়
54: বটমলির পরীক্ষাটি সফল হতে গেলে, চারপাশের বায়ুমন্ডলের তাপমাত্রা-
(a) 0°C –এর অনেক কম হতে হবে
(b) ঠিক 0°C-ই হতে হবে
(c) 0°C-এর উপরে থাকতে হবে
(d) যেকোনো তাপমাত্রা ঘটতে পারে
Answer -0°C-এর উপরে থাকতে হবে
55: যে উষ্ণতায়, কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু, তার মধ্যে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে বলে-
(a) স্ফুটনাঙ্ক
(b) শিশিরাঙ্ক
(c) সংকট উষ্ণতা
(d) কোনোটিই নয়
Answer - শিশিরাঙ্ক
56: পিতলের কোন বৈশিষ্ট্যের জন্য এটি মূর্তি প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?
(a) পিতল চকচকে
(b) পিতল অন্যান্য ধাতুর তুলনায় সস্তা
(c) পিতলকে সহজেই গলানো যায়
(d) পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়
Answer - পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়
57: শিশির জমার উপযুক্ত পরিবেশ হলো -
(a) মেঘাচ্ছন্ন আকাশ
(b) সন্ধ্যেবেলার আকাশ
(c) মেঘমুক্ত আকাশ
(d) কোনোটিই নয়
Answer - মেঘমুক্ত আকাশ
58: কোন একদিন কলকাতা এবং দিল্লির তাপমাত্রা সমান হলেও, দিল্লি বেশি আরামপ্রদ লাগে কেন -
(a) দিল্লি বড় শহর
(b) দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি
(c) দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম
(d) অন্য কোনো কারণ
Answer - দিল্লিতে জলীয়বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত কম
59: বিশুদ্ধ জল অপেক্ষা সমুদ্র জলের হিমাঙ্ক -
(a) কম
(b) বেশি
(c) উভয়ই সমান
(d) কোনোটিই নয়
Answer - কম
70 physics GK in Bengali (61-70)
60: বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক -
(a) 100°C অপেক্ষা অনেক বেশি
(b) 100°C অপেক্ষা অল্প বেশি
(c) ঠিক 100°C
(d) যেকোনো উষ্ণতা হতে পারে
Answer - যেকোনো উষ্ণতা হতে পারে
61: বায়ুশূন্য স্থানে বাষ্পায়নের হার -
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) অপরিবর্তিত থাকে
(d) বাষ্পায়ন সম্ভব হয় না
Answer - বৃদ্ধি পায়
62: মেঘকে বলা যেতে পারে -
(a) সম্পৃক্ত বাষ্প
(b) অসম্পৃক্ত বাষ্প
(c) ঊর্ধ্বাকাশের কুয়াশা
(d) কোনোটিই নয়
Answer - ঊর্ধ্বাকাশে কুয়াশা
63: বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি, বাষ্পায়নের হার -
(a) বাড়িয়ে দেয়
(b) একই থাকে
(c) কমিয়ে দেয়
(d) বাড়াতেও পারে এবং কমাতেও পারে
Answer - কমিয়ে দেয়
64: শীতকালে আমাদের শরীরের নরম ত্বক ফেটে যায় কারণ -
(a) শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম থাকে
(b) শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
(c) শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে
(d) শীতকালে বায়ু চলাচল কম হয়
Answer - শীতকালে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে
65: কোন গ্যাসীয় পদার্থের উষ্ণতা, সংকট উষ্ণতার নিচে থাকলে তাকে বলে -
(a) গ্যাস
(b) বাষ্প
(c) তরল
(d) অতিতরল
Answer - বাষ্প
66: শীতপ্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয়, কারণ -
(a) এর ফলে দ্রবণের হিমাঙ্ক বেড়ে যায়
(b) এর ফলে দ্রবণের হিমাঙ্ক 0°C-এর চেয়ে কম হয়
(c) এর ফলে দ্রবণের স্ফুটনাংক বৃদ্ধি পায়
(d) এর ফলে দ্রবণের গাড়ত্ব কমে যায়
Answer - এর ফলে দ্রবণের হিমাঙ্ক 0°C-এর চেয়ে কম হয়
67: কোন তরলের মধ্যে অন্য কোন গ্যাস দ্রবীভূত থাকলে, তরলের স্ফুটনাংক -
(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) হ্রাস পায়
(d) কোনোটিই নয়
Answer - হ্রাস পায়
68: কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হলে -
(a) আয়তন বৃদ্ধি পায়
(b) আয়তন হ্রাস পায়
(c) আয়তন অপরিবর্তিত থাকে
(d) আয়তন বৃদ্ধি বা হ্রাস পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না
Answer - আয়তন বৃদ্ধি বা হ্রাস পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না
69: কোনো কঠিন পদার্থের গরম গলনের সময়, তাপমাত্রা -
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
(d) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
Answer - একই থাকে
70: সাধারণত কোনো দ্রবণের স্ফুটনাংক দ্রাবকের স্ফুটনাঙ্ক ও
অপেক্ষা -
(a) কম হয়
(b) বেশি হয়েছে
(c) একই থাকে
(d) দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে
Answer - দ্রবণ এবং দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে
END