গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব-১ PDF || Geography Questions Answers in Bengali part- 1 Pdf

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব-১ PDF || Geography Questions Answers in Bengali part- 1 Pdf


গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব-১

Hello Aspirants,

আজ গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব-১ PDFটি শেয়ার করছি, যেটিতে ভারত সহ পৃথিবীর ভূগোল থেকে প্রশ্ন এবং সঙ্গে উত্তরও রয়েছে। WBCS-সহ যাবতীয় চাকরীর পরীক্ষাতে ভূগোল থেকে প্রশ্ন আসে। তাই দেরী না করে নীচ থেকে প্রশ্ন গুলি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে নিন বিনামূল্যে। (www.learndear.com)


1.ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans:- K2

 

2.গডউইন অস্টিনের অন্য নাম কী?

Ans:- K2.

 

3.K2 কথার অর্থ কী?

Ans:- King of Karakoram.

 

4.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans:- কাঞ্চনজঙ্ঘা।

 

5.উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে টি ভাগে ভাগ করা হয়?

Ans:- ভাগে।

 

6.ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?

Ans:- লিওপারগেল।

 

7.‘দুনকী?

Ans:- হিমালয়ের উপত্যকা অঞ্চল।

 

. হিমালয়ের কয়েকটি হ্রদের নাম কী কী?

Ans:- রাক্ষসতাল, মানস সরোবর, নওকুচিতাল, নৈনিতাল, সাততাল, রূপকুণ্ড গৌরীকুণ্ড।

 

9.‘আফ্রিকান ইনকোন দেশকে বলা হয়?

Ans:- সোমালিয়া।

 

10. ভারতের কোন রাজ্যেসাইলেন্ট ভ্যালিআছে?

Ans:- কেরালায়।

 

11. এলিফ্যান্ট ফলস, বিডল ফলস, সুইট ফলস বিশপ ফলস কোথায় আছে?

Ans:- শিলংয়ে।

 

12. ভারতের কোন মশলা সবচেয়ে দামি?

Ans:- জাফরান (কাশ্মীরে চাষ হয়)

 

13. ভারতে তিনটি নৌ-বিমান ঘাঁটি কোথায় আছে?

Ans:- কোচি, গোয়া পোর্ট ব্লেয়ারে।

 

14. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হল ওয়াশিংটন ডিসি। এইডিসিকথার অর্থ কী?

Ans:- ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া।

 

15. জয়পুর শহরের নাম আগে কী ছিল?

Ans:- অম্বর

 

16. ‘পিপলস স্কোয়ারকোথায় আছে?

Ans:- চিনের সাংহাই শহরে'

 

17. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি?

Ans:- ফুন্টশিলিং।

 

18. নেপালে শিবালিক পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত?

Ans:- চুরিয়ামুরিয়া।

 

19. নয়াচর দ্বীপটি স্থানীয়ভাবে কী নামে পরিচিত?

Ans:- অগ্নিমারীচর।

 

20. নয়াচর দ্বীপে লোকসংখ্যা এখন কত?

Ans:- প্রায় ,০০০ জন।

 

21. নয়াচর দ্বীপে মৌজার সংখ্যা কটি?

Ans:- একটিও নেই।

 

22. নয়াচর দ্বীপে মানুষের প্রধান জীবিকা কী?

Ans:- মাছ কাকড়া ধরা।

 

23. ভারতের কোথায় বিমানপোত তৈরির কারখানা আছে?

Ans:- কর্ণাটকের বেঙ্গালুরুতে।

 

24. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে?

Ans:- জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

 

25. ভারতের বিষয়ভিত্তিক মানচিত্র কারা তৈরি করে?

Ans:- National Atlas and Thematic Mapping Org.

 

26. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র কোথায় আছে?

Ans:- তারাপুরে।

 

27. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?

Ans:- মালদ্বীপ।

 

28. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?

Ans:- আরাবল্লী।

 

29. শিলং ছাড়া ভারতের আর কোথায় বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়?

Ans:- পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে।

 

30. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?

Ans:- সিকিম।

 

31. বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি?

Ans:- টাঙ্গানিকা।

 

32. ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি?

Ans:- ল্যাডোগা।

 

33. আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি?

Ans:- সুপিরিয়র।

 

34. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কোথায় আছে?

Ans:- ভানগালু (তুরস্ক)

 

35. ভারতের হেক্টর প্রতি উৎপাদন কোন রাজ্যে বেশি?

Ans:- তামিলনাড়ু।

 

36. টোডা উপজাতি ভারতের কোথায় দেখা যায়?

Ans:- নীলগিরি পার্বত্য অঞ্চলে।

 

37. ফরাক্কা বাঁধ কোন দুটি নদীর জল নিয়ন্ত্রণ করে?

Ans:- গঙ্গা পদ্মা

 

38. গ্র্যান্ডব্যাঙ্ক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়?

Ans:- আটলান্টিক মহাসাগরে।

 

39. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?

Ans:- পোর্ট ব্লেয়ার।

 

40. ভারতের কোথায় কোথায় প্রবাল দেখা যায়?

Ans:- তামিলনাড়ু আন্দামান উপকূলে।

 

41. রামেশ্বরম মন্দির কোন রাজ্যে আছে?

Ans:- তামিলনাড়ু।

 

42. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়?

Ans:- জেমু হিমবাহ।

 

43. গঙ্গার উৎসের কাছের জলপ্রপাতটির নাম কী?

Ans:- গঙ্গাবতরন।

 

44. পূর্ণা, সিনা, বোরাই নদী কোন নদীর উপনদী?

Ans:- তাপ্তী।

 

45. ‘ভারতের খনিজভাণ্ডারকাকে বলে?

Ans:- ছোটনাগপুর মালভূমিকে।

 

46. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভূমি?

Ans:- লাভা দিয়ে তৈরি।

 

47. ছোটনাগপুরে কী জাতীয় লাভা দেখা যায়?

Ans:- গ্রানাইটিক।

 

48. কোন পর্বতকেজাপানি আল্পস' বলা হয়?

Ans:- হিডা পর্বত।

 

49. কোন মেঘে বৃষ্টি হয়?

Ans:- কিউমুলোনিম্বাস।

 

50. জিপসাম খনিজটি কী কাজে ব্যবহৃত হয়?

Ans:- সিমেন্ট, প্লাস্টার অফ প্যারিস তৈরির কাজে।


"সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে"

File Details::

File Name: Geography Part-1

File Format: PDF

No. of Pages:4

File Size: 1mb

                     👇

Click Here To Download



Tags