পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য | Neighboring Countries and States of West Bengal

 

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য | Neighboring Countries and States of West Bengal

Learndear

প্রিয় বন্ধুরা, 

আজকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সম্পর্কিত PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য  দেওয়া আছে। পশ্চিমবঙ্গের ভূগোল এর অংশ হিসাবে এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।


পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য


ভারতের পূর্বের একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ। অবিভক্ত বাংলা প্রদেশের পশ্চিমভাগ ছিল, তাই এর নাম রাখা হয় পশ্চিমবঙ্গ। এই রাজ্যের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে ভারতের ১৪তম রাজ্য। 

পশ্চিমবঙ্গ তিনটি প্রতিবেশী দেশ এবং পাঁচটি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। প্রতিবেশী দেশগুলি হল- বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং প্রতিবেশী রাজ্যগুলি হল- বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও সিকিম।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ


বাংলাদেশ
■ অবস্থান : পশ্চিমবঙ্গের পূর্বদিকে অবস্থিত। 
■ আয়তন : ১৪৮৪৬০ বর্গ কিলোমিটার।
■ রাজধানী : ঢাকা। 
■ মুদ্রা : টাকা। 
■ প্রধান ভাষা : বাংলা। 
■ উচ্চতম পর্বতশৃঙ্গ : কেওক্রাডং (১২৩০ মিটার)। 
■ প্রধান নদনদী : পদ্মা, মেঘনা ও যমুনা। 
■ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ, তামাক, তৈলবীজ, আলু প্রভৃতি।
■ প্রধান শিল্প : পাট, বস্ত্র, চা, চিনি, কাগজ, সার, চামড়া প্রভৃতি। 
■ সীমান্ত দৈর্ঘ্য : ২২১৭ কিমি। 
■ সীমান্তবর্তী অঞ্চল : উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুর।


নেপাল
■ অবস্থান : পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত।
■ আয়তন : ১৪৭৫১৬ বর্গ কিলোমিটার। 
■ রাজধানী : কাঠমান্ডু। 
■ মুদ্রা : নেপালি রূপি। 
■ প্রধান ভাষা : নেপালি। 
■ উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)। 
■ প্রধান নদনদী : কালিগণ্ডক। 
■ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, জোয়ার, আখ, তৈলবীজ, কমলালেবু, আনারস, চা প্রভৃতি। 
■ প্রধান শিল্প : পর্যটন শিল্প, কুটির শিল্প, কাগজ, পাট, চিনি প্রভৃতি। 
■ সীমান্ত দৈর্ঘ্য : ১০০ কিমি।
■ সীমান্তবর্তী অঞ্চল : দার্জিলিং।
■ নেপালের দীর্ঘতম নদীর নাম কর্ণালী নদী।


ভুটান
■ অবস্থান : পশ্চিমবঙ্গের উত্তরদিকে অবস্থিত।
■ আয়তন : ৩৮৩৯৪ বর্গ কিলোমিটার। 
■ রাজধানী : থিম্পু। 
■ মুদ্রা : গুলট্রাম। 
■ প্রধান ভাষা : জংখা। 
■ উচ্চতম পর্বতশৃঙ্গ : কুলাকাংড়ি (৭৫৫৪ মিটার)। 
■ প্রধান নদনদী : মানস। 
■ প্রধান কৃষিজ ফসল : ভুট্টা, ধান, যব, বার্লি, কমলালেবু, আপেল প্রভৃতি। 
■ প্রধান শিল্প : সিমেন্ট, কাষ্ঠ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি। 
■ সীমান্ত দৈর্ঘ্য : ১৮৩ কিমি।
■ সীমান্তবর্তী অঞ্চল : কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।
■ পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হলো ভুটান।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য


বিহার
■ অবস্থান : পশ্চিমবঙ্গের পশ্চিমে বিহার রাজ্য অবস্থিত।
■ আয়তন : ৯৪,১৬৩ বর্গকিলোমিটার।
■ রাজধানী : পাটনা।
■ সরকারি ভাষা : হিন্দি।
■ প্রধান নদনদী : গঙ্গা।
■ প্রধান কৃষিজ ফসল : গম, আখ, ধান, সরিষা, তিল প্রভৃতি।
■ প্রধান শিল্প : চিনি ও কৃষিনির্ভর শিল্প।
■ সীমান্ত দৈর্ঘ্য : ৩০০ কিমি।


ঝাড়খণ্ড
■ অবস্থান : পশ্চিমবঙ্গের পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য অবস্থিত।
■ আয়তন : ৭৯,৭১৪ বর্গকিলোমিটার।
■ রাজধানী : রাঁচি।
■ সরকারি ভাষা : হিন্দি।
■ প্রধান নদনদী : দামোদর, সুবর্ণরেখা।
■ প্রধান কৃষিজ ফসল : ধান, গম, ডাল, সরষে প্রভৃতি।
■ প্রধান শিল্প : লৌহ-ইস্পাত শিল্প, সার, তামা, রাসায়নিক শিল্প প্রভৃতি।
■ সীমান্ত দৈর্ঘ্য : ৫০০ কিমি। 


ওড়িশা
■ অবস্থান : পশ্চিমবঙ্গের দক্ষিণে ওড়িশা রাজ্য অবস্থিত। 
■ আয়তন : ১,৫৫,৭০৭ বর্গকিলোমিটার।
■ রাজধানী : ভুবনেশ্বর।
■ সরকারি ভাষা : ওড়িয়া।
■ প্রধান নদনদী : মহানদী।
■ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, আখ, ডাল, তৈলবীজ প্রভৃতি।
■ প্রধান শিল্প : লৌহ ইস্পাত,কাগজ, সিমেন্ট, সার শিল্প প্রভৃতি।
■ সীমান্ত দৈর্ঘ্য : ১৫০ কিমি।

      
আসাম
■ অবস্থান : পশ্চিমবঙ্গের উত্তর-পূর্বে আসাম রাজ্য অবস্থিত। 
■ আয়তন : ৭৮, ৫৫০ বর্গ কিলোমিটার। 
■ রাজধানী : দিসপুর।
■ সরকারি ভাষা : অসমিয়া। 
■ প্রধান নদনদী : ব্রহ্মপুত্র।
■ প্রধান কৃষিজ ফসল : ধান, চা, পাট প্রভৃতি।
■ প্রধান শিল্প : চা ,খনিজ তেল শোধনাগার ,কাগজ ,কাঠ চেরাই প্রভৃতি। 
■ সীমান্ত দৈর্ঘ্য : ৯০ কিমি। 


সিকিম
■ অবস্থান : পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম রাজ্য অবস্থিত।
■ আয়তন : ৭,০৯৬ বর্গ কিলোমিটার।
■ রাজধানী : গ্যাংটক।
■ সরকারি ভাষা : ইংরেজি
■ প্রধান নদনদী : তিস্তা।
■ প্রধান কৃষিজ ফসল : কমলালেবু ও এলাচ। 
■ সীমান্ত দৈর্ঘ্য : ৬০ কিমি।


■ Important Questions ::

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য পাঁচটি।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য গুলি কি কি ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি হল- বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, সিকিম।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ তিনটি।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ গুলি কি কি ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হল- বাংলাদেশ, নেপাল ও ভুটান।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?
উত্তরঃ বাংলাদেশ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি ?
উত্তরঃ ওড়িশা।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?
উত্তরঃ ২২১৭ কিমি।

Tags