Gk 60+ Questions With Answers in Bengali

Gk 60+ Questions With Answers in Bengali


Hi Friends, 

আমরা সকলেই জানি যে সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য Gk বা জেনারেল নলেজ একটি গুরুত্বপূর্ণঅংশ  আজকে তোমাদের সাথে শেয়ার করছি 62 টি Gk Questions With Answers in Bengali এর কমনযৌগ‍্য প্রশ্ন উত্তর  চলো দেখে নেওয়া যাক Gk Questions With Answers in Bengali এর প্রশ্নগুলি 


Gk Questions With Answers in Bengali 




1. ফোবিয়া সেন্ট্রালিস মানুষের দেহের কোন অঙ্গে দেখা যায়?

a. মস্তিষ্ক
b. চোখ
c. কান
d. নাক

ans- b চোখ


2. কে পেন্সিল আবিষ্কার করেন ?

a. জি জোসেফ
b. এ রবার্টস
c. এ প্যাসকল
d. এ ফ্লেমিং

ans- d. এ ফ্লেমিং


3. ফোর্ট উইলিয়াম কবে প্রতিষ্ঠা হয় ?

a. 1698 সালে
b.1757 সালে
c. 1690 সালে
d. 1700 সালে

ans- d. 1700 সালে


4. থ্রি মাসকেটিয়ার্স বইটি কার লেখা ?


a. এস হকিন্স
b. ভি এস নৈপাল
c. এ দুমাস
d. ডাব্লিউ শেক্স পিয়ার

ans- c. এ দুমাস


5. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?

a. ২ বছর
b. ৩ বছর
c. ১৯ মাস
d. ১৩ মাস

ans- c. ১৯ মাস

6. ‘Whitley Award 2021’ জিতলেন Nuklu Phom, তিনি কোন রাজ্যের সংরক্ষণবিদ?

a. আসাম
b. নাগাল্যান্ড
c. মেঘালয়
d. অরুণাচল প্রদেশ

ans- b. নাগাল্যান্ড


7. নিম্নের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ?

a. CH2
b. C2H6
c. C2H4
d. C2H2

ans- b. C2H6

8. অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয় ?

a. 1919
b. 1920
c. 1921
d. 1923

ans- b. 1920

9. 2018 সালে পঞ্চম আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?

a. ভারত
b. রাশিয়া
c. আমেরিকা
d. চিন

ans- d. চিন


10. গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়?

a. বৃক্কে
b. ধমনীতে
c. অগ্ন্যাশয়ে
d. যকৃতে

ans- d. যকৃতে

11. নীলদর্পণ নাটকের রচয়িতা কে?

a. দীনবন্ধু মিত্র
b. রঞ্জিত সিং
c. কাজী নজরুল ইসলাম
d. রবীন্দ্রনাথ ঠাকুর

ans- a. দীনবন্ধু মিত্র

12. একটি যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা নানাভাবে অপরিমেয় সম্পদ ইংল্যান্ডে প্রতিবছর পাঠাতে থাকে, যাকে বলা হয় সম্পদের নিষ্ক্রমণ বা,Drain of Wealth -যুদ্ধটির নাম কি?

a. পলাশীর যুদ্ধ
b. বক্সারের যুদ্ধ
c. হলদিঘাটের যুদ্ধ
d. মহাবিদ্রোহ

ans- a. পলাশীর যুদ্ধ

13, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বিদ্যালয়ের নাম ?

a. সহজ ইন্টারন্যাশনাল স্কুল
b. ট্রান্সজেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল
c. ট্রান্সজেন্ডার ন্যাশনাল স্কুল
d. ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার স্কুল

ans- a. সহজ ইন্টারন্যাশনাল স্কুল

14. রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

a. 1890
b. 1896
c. 1893
d. 1808

ans- b. 1896

15. শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক কোনটি?

a. গণ
b. প্রজাতি
c. গোত্র
d. জগৎ

ans- b. প্রজাতি

16. দুটি বাল্বের মধ্যে একটি অপরটির চেয়ে অধিকতর উজ্জ্বল,কোন বাল্বটির রোধ অন্যটির থেকে বেশি ?

a. উজ্জ্বলতা রোধের ওপর নির্ভর করে না
b. অনুজ্জ্বল বাল্ব
c. উজ্জ্বল বাল্ব
d. দুটির রোধ সমান

ans- b. অনুজ্জ্বল বাল্ব

17. প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয় ?

a. 1950, ঢাকা
b. 1951,লাহোর
c. 1950,কাঠমান্ডু
d. 1951,দিল্লী

ans- d. 1951,দিল্লী

18. নিম্নের কোন কলাটিতে সবথেকে বড় আন্ত:কোষীয় স্থান থাকে ?

a. জাইলেম
b. স্কেলেরেনকাইমা
c. প্যারেনকাইমা
d. কোলেনকাইমা

ans- 
c. প্যারেনকাইমা

19. লাখনৌ কোন নদীর ওপর অবস্থিত ?

a. রবি
b. যমুনা
c. গোমতী
d. গঙ্গা

ans- c. গোমতী

20. যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনায় ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম ?

a. ইউ.কে
b. কানাডা
c. অস্ট্রেলিয়া
d. ইউ.এস.এ

ans- d. ইউ.এস.এ

21. স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হল ?

a. পোলিও ভাইরাস
b. হার্পেস জাস্টার ভাইরাস
c. রুবেলা ভাইরাস
d. ভ্যারিওলা ভাইরাস

ans- d. ভ্যারিওলা ভাইরাস

22. মৃতের স্তূপ" বলা হয় :

a. মহেঞ্জোদারো
b. কালিবঙ্গান
c. মেহেরগড়
d. ধোলাবিরা

ans- a. মহেঞ্জোদারো

23. নীচের কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান পেয়েছিলেন ?

a. ইন্দিরা গান্ধী
b. মৌলানা আবুল কালাম আজাদ
c. মোরারজী দেশাই
d. লালবাহাদুর শাস্ত্রী

ans- c. মোরারজী দেশাই

24. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোন পর্বতশ্রেণী অবস্থিত?

a. দার্জিলিং
b. সিঙ্গালিলা
c. জয়ন্তী
d. কোনোটিই নয়

ans- b. সিঙ্গালিলা

25. নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ?

a. অশোক চক্র
b. ভারত রত্ন
c. পরমবীর চক্র
d. পদ্মশ্রী

ans- c. পরমবীর চক্র

26. আরব সাগরের রানী কাকে বলা হয় ?

a. বরোদাকে
b. কোচিনকে
c. সুরাটকে
d. ইন্দোরকে

ans- b. কোচিনকে

27. ঋক বৈদিক যুগে "উগ্র" কথাটির অর্থ ছিল :

a. কাঠুরে
b. হিংস্র
c. পুলিশ
d. ধোপা

ans- c. পুলিশ

28. অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল ?

a. ১৯২০ খ্রি:
b. ১৯২৪ খ্রি:
c. ১৯২৮ খ্রি:
d. ১৯৩২ খ্রি:

ans- a. ১৯২০ খ্রি:

29. সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে ?

a. নাইট্রোজেন
b. কার্বন-ডাই-অক্সাইড
c. হিলিয়াম
d. অক্সিজেন

ans- a. নাইট্রোজেন

30. ১৮৭৬ খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করেন ?

a. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b. দাদাভাই নৌরজি
c. জওহরলাল নেহরু
d. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ans- a. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

31. ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত ?

a. 20
b. 22
c. 30
d. 42

ans- b. 22

32. হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন -

a. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
b. শিশির কুমার ঘোষ
c. দেবেন্দ্রনাথ ঠাকুর
d. রবীন্দ্রনাথ ঠাকুর

ans- a. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

33. দেশপ্রিয় নামে অভিহিত হন -

a. মহাত্মা গান্ধী
b. সুভাষচন্দ্র বসু
c. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
d. যতীন্দ্রমোহন সেনগুপ্ত

ans- d. যতীন্দ্রমোহন সেনগুপ্ত

34. ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি ?

a. গঙ্গা
b. গোদাবরী
c. মহানদী
d. সিন্ধু

ans- a. গঙ্গা

35. পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি -

a. নিরক্ষরেখা
b. কর্কটক্রান্তি রেখা
c. ক্রান্তীয় অঞ্চল
d. মেরু অঞ্চল

ans- b. কর্কটক্রান্তি রেখা

36. আরাবল্লি একটি -

a. ভঙ্গিল পর্বত
b. স্তূপ পর্বত
c. ক্ষয়জাত পর্বত
d. কোনটিই নয়

ans- c. ক্ষয়জাত পর্বত

37. পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হল ?

a. কনকোলজি
b. অ্যানথ্রোপলজি
c. অনটোলজি
d. অরনিথোলজি

ans- d. অরনিথোলজি

38. কে নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ ?

a. রাসবিহারী বসু
b. সুভাষচন্দ্র বসু
c. মহাত্মা গান্ধী
d. জওহরলাল নেহেরু

ans- b. সুভাষচন্দ্র বসু

39. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত ?

a. আবুল ফজল
b. অলবিরুনি
c. মিনহাজ উস সিরাজ
d. আমীর খসরু

ans- d. আমীর খসরু


40. সতীদাহ প্রথা কে নিবারণ করেন ?

a. রাজা রামমোহন রায়
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. ডিরোজিও
d. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

ans- a. রাজা রামমোহন রায়


41. প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ?

a. দেবিকা রানি
b. নার্গিস দত্ত
c. কানন দেবী
d. সুলোচনা দেবী

ans- b. নার্গিস দত্ত


42. নাদিরশাহ ভারত আক্রমণ করেছিলেন?

a. 1738 খ্রিস্টাব্দে
b. 1739 খ্রিস্টাব্দে
c. 1740 খ্রিস্টাব্দে
d. 1741 খ্রিস্টাব্দে

ans- b. 1739 খ্রিস্টাব্দে


43. কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?

a. বিম্বিসার
b. অজাতশত্রু
c. প্রদ্যোৎ
d. চন্দ্রগুপ্ত মৌর্য

ans- a. বিম্বিসার


44. সুলতানি আমলে ইকতা বলতে বুঝায়?

a. একপ্রকার অভিবাদন
b. একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
c. কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
d. উপরের কোনোটিই নয়

ans- c. কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান


45. লাইফ ডিভাইন" গ্রন্থটির লেখক কে ছিলেন?

a. অরবিন্দ ঘোষ
b. রবীন্দ্রনাথ ঠাকুর
c. বালগঙ্গাধর তিলক
d. লালা লাজপত রায়

ans- a. অরবিন্দ ঘোষ


46. বি সি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?

a. সংগীত
b. ঔষধ
c. সাংবাদিকতা
d. পরিবেশ

ans- b. ঔষধ


47. কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অশোকের কোন শিলালিপি থেকে?

a .২০ নং শিলালেখ
b. ১৪ নং শিলালেখ
c. ১৮ নং শিলালেখ
d. ১৩ নং শিলালেখ

ans- d. ১৩ নং শিলালেখ

48. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

a. ভিটামিন A
b. ভিটামিন B
c. ভিটামিন C
d. ভিটামিন D

ans- d. ভিটামিন D


49. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন ?

a. আমেরিকা
b. ইংল্যান্ড
c. সুইডেন
d. আয়ারল্যান্ড

ans- c. সুইডেন

50. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?

a. পাল
b. সেন
c. গৌড়
d. কামরূপ

ans- c. গৌড়


51. রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ?

a. তিব্বত
b. ভুটান
c. মায়ানমার
d. ফিলিপিন্স

ans- c. মায়ানমার


52. কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

a. শ্রীগুপ্ত
b. সমুদ্রগুপ্ত
c. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d. কুমার গুপ্ত

ans- d. কুমার গুপ্ত

53. কোন ধরনের ঘূর্ণিঝড়ের কোনো চক্ষু থাকে না?

a. ক্রান্তীয়
b. উপক্রান্তীয়
c. নাতিশীতোষ্ণ
d. ক্রান্তীয় ও উপক্রান্তীয়

ans- d. ক্রান্তীয় ও উপক্রান্তীয়

54. তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয়েছিল কার রাজত্বকালে?

a. কনিষ্ক
b. বিন্দুসার
c. অজাতশত্রু
d. অশোক

ans- d. অশোক


55. "গুপ্তদের অর্থশাস্ত্র" বলা হয় কোন গ্রন্থকে?

a. বেদাঙ্গ
b. উটিসারা
c. এমিনেন্ট অফ মঙ্ক
d. গন্ধমাদন

ans- b. উটিসারা


56. পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?

a. ভারত মহাসাগর ও উত্তর মহাসাগর
b. প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর
c. প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
d. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

ans- d. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর


57. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?

a. লর্ড ওয়াভেল
b. লর্ড লিনলিথগো
c. লর্ড মাউন্টব্যাটেন
d. এটলি

ans- c. লর্ড মাউন্টব্যাটেন


58. কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় ?

a. হকি
b. ক্রিকেট
c. বাস্কেটবল
d. ফুটবল

ans- a. হকি


59. হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?

a. মাংস
b. তৈলবীজ
c. জল
d. আলু

ans- b. তৈলবীজ


60. আমজাদ আলী খান কোন যন্ত্র সংগীতের সাথে যুক্ত ?

a. বীনা
b. সেতার
c. সারোদ
d. বেহালা

ans- c. সারোদ

61. নীচের কোনটি টাইপ মেটালের উপাদান ?

a. লোহা
b. তামা
c. সিসা
d. দস্তা

ans- c. সিসা

62. মানুষের বৈজ্ঞানিক নাম কি ?

a. হোমো স্যাপিয়েন্স
b. হিউম্যান সোপায়েন্স
c. হোমো স্পিসিস
d. হোমো ম্যান ওম্যান

ans- a. হোমো স্যাপিয়েন্স


Tags