8th August Current Affairs in Bengali || ৮ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

8th August Current Affairs in Bengali || ৮ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স
8th August Current Affairs in Bengali 

1. “National Badminton Championship 2023” -এ কে মহিলা একক শিরোপা জিতেছে?

[A] সয়ালী গোখলে

[B] পিভি সিন্ধু

[C] অনুপমা উপাধ্যায়

[D] অকার্শি কাশ্যপ

উত্তর::[C] অনুপমা উপাধ্যায়


2. প্রতিবছর কবে “World Civil Defense Day” পালিত হয়?

[A] 27 ফেব্রুয়ারী

[B] 28 ফেব্রুয়ারী

[C] 1 মার্চ

[D] 2 মার্চ

উত্তর::[C] 1 মার্চ


3. PepsiCo -এর নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন?

[A] সানি দেওল

[B] শাহিদ কাপুর

[C] রণভীর সিং

[D] প্রভাস

উত্তর::[C] রণভীর সিং


4. সম্প্রতি, কে “Best FIFA Men’s Player Award 2022” জিতেছে? 

[A] Cristiano Ronaldo

[B] Lionel Messi

[C] Neymar

[D] Sunil Chettri

উত্তর::[B] Lionel Messi


5. সম্প্রতি, কে NASA -এর প্ৰথম মহিলা মুখ্য বিজ্ঞানী নিযুক্ত হয়েছেন?

[A] Nicola Fox

[B] Endea Table

[C] Sheetal Medhola

[D] Julia Allen

উত্তর::[A] Nicola Fox


6. কোন রাজ্য মধ্যপ্রদেশ কে পরাজিত করে “Senior Women’s National Hockey Championship 2023” জিতেছে?

[A] মহারাষ্ট্র

[B] হরিয়ানা

[C] উত্তরপ্রদেশ

[D] কর্ণাটক

উত্তর::[A] মহারাষ্ট্র


7. কোন দেশ “Sultan Johor Hockey Cup 2022” জিতেছে?

[A] ভারত

[B] পাকিস্তান

[C] অস্ট্রেলিয়া

[D] জাপান

উত্তর::[A] ভারত


8. কোন রাজ্য “Global responsible Tourism Summit” -এর আয়োজন করেছে?

[A] সিকিম

[B] কেরালা

[C] গোয়া

[D] হিমাচল প্রদেশ

উত্তর::[B] কেরালা


9.  কোন রাজ্যে উত্তর-ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মিত হবে?

[A] হিমাচল প্রদেশ

[B] পাঞ্জাব

[C] হরিয়ানা

[D] উত্তরাখন্ড

উত্তর::[C] হরিয়ানা


10. UNICEF India -এর জাতীয় অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন?

[A] রোহিত শর্মা

[B] অমিতাভ বচ্চন

[C] আয়ুষ্মান খুরানা

[D] শত্রুঘন সিনহা

উত্তর::[C] আয়ুষ্মান খুরানা