আজ Competitive Exam Important Current Affairs in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 10 টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।
30th August Current Affairs in Bengali
1.আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হচ্ছেন কে?
ড. সোনালী ঘোষ
প্রিয়া দেসাই
সমীক্ষা বালান
গার্গী মোহান্তি
উত্তর:: ড. সোনালী ঘোষ
2.কোন দেশের সাথে 5th AUSINDEX নৌসেনা অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি?
অস্ট্রেলিয়া
অস্ট্রিয়া
আলজেরিয়া
আর্মেনিয়া
উত্তর:: অস্ট্রেলিয়া
3.কোন দেশে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন গীতিকা শ্রীবাস্তব?
বাংলাদেশ
আফগানিস্তান
পাকিস্তান
কাজাখস্তান
উত্তর:: পাকিস্তান
4.৩ বছরের জন্য BCCI-এর টাইটেল স্পন্সর হলো কে?
Tata Group
IDFC First Bank
Byju's
Lenskart
উত্তর:: IDFC First Bank
5.BWF World Championship 2023-এ ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার এইচ.এস প্রণয় কীসের মেডেল জিতলেন?
সোনা
রূপা
ব্রোঞ্জ
কোনোটিই নয়
উত্তর:: ব্রোঞ্জ
6.'Midwicket Stories' টেলিভিশন শো-এর প্রিন্সিপাল অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন কে?
কপিল দেব
সুনীল গাভাস্কার
ভিভিএস লক্ষ্মণ
শচীন টেন্ডুলকার
উত্তর:: সুনীল গাভাস্কার
7. 5th Bangladesh-India Annual Defence Dialogue অনুষ্ঠিত হলো কোথায়?
নিউ দিল্লি
কলকাতা
মেহেরপুর
ঢাকা
উত্তর:: ঢাকা
8.Miss Earth India 2023 শিরোপা জিতলেন কে?
প্রিয়ান সৈন
খুশি প্যাটেল
আকাঙ্ক্ষা সিং
প্রীতি শর্মা
উত্তর:: প্রিয়ান সৈন
তিনি রাজস্থানের মডেল
9.২০২৪ সালে G20 Summit হোস্ট করার জন্য কোন দেশকে B20-এর সভাপতিত্ব হস্তান্তর করলো ভারত?
ইন্দোনেশিয়া
আমেরিকা
ব্রাজিল
নিউজিল্যান্ড
উত্তর:: ব্রাজিল
10.Miss World 2023 অনুষ্ঠিত হবে কোথায়?
কাশ্মীর
গোয়া
মহারাষ্ট্র
কর্ণাটক
উত্তর:: কাশ্মীর