আজ Competitive Exam Important Current Affairs in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 10 টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।
29th August Current Affairs in Bengali
1. জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে?
২৯শে আগস্ট
৩০শে আগস্ট
৩১শে আগস্ট
৩২শে আগস্ট
উত্তর:: [a] ২৯শে আগস্ট
ভারতের প্রখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়
2. কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন Emmerson Mnangagwa?
মরক্কো
আলজেরিয়া
জিম্বাবোয়ে
সিরিয়া
উত্তর:: জিম্বাবোয়ে
3. ভারতের তৃতীয় শহর হিসাবে Air Quality Early Warning System পাচ্ছে কে?
মুম্বাই
বেঙ্গালুরু
নিউ দিল্লি
কলকাতা
উত্তর:: কলকাতা
4. কোন দেশে BRIGHT STAR-23 নামক বায়ুসেনা মহড়ায় প্রথম অংশ নিচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স?
ইজরায়েল
ইজিপ্ট
আমেরিকা
সৌদি আরব
উত্তর:: ইজিপ্ট
5. Dutch Grand Prix 2023 টাইটেল জিতলো কোন দেশের রেসিং কার ড্রাইভার Max Verstappen?
সুইডেন
নরওয়ে
বেলজিয়াম-ডাচ
ব্রাজিল
উত্তর:: বেলজিয়াম-ডাচ
6. সম্প্রতি প্রয়াত জয়ন্ত মহাপাত্র কে ছিলেন?
ইংলিশ লেখক
খেলোয়াড়
অভিনেতা
সঙ্গীতজ্ঞ
উত্তর:: ইংলিশ লেখক
মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৫
7. স্কুলে মেয়েদের ‘Abaya’ নামক মুসলিম ড্রেস ব্যান করছে কোন দেশ?
জাপান
চীন
ফ্রান্স
ব্রিটেন
উত্তর:: ফ্রান্স
8. Indian Oil কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
সঞ্জীব কাপুর
অজয় দেবগন
শাহরুখ খান
বিরাট কোহলি
উত্তর:: সঞ্জীব কাপুর
9. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ বাড়িয়ে ৩৫% করলো কোন রাজ্য?
কর্ণাটক
ঝাড়খণ্ড
কেরালা
মধ্যপ্রদেশ
উত্তর::মধ্যপ্রদেশ
10. প্রথম Karnataka Cultural Festival হোস্ট করলো কোন দেশ?
ভারত
শ্রীলঙ্কা
নেপাল
ভুটান
উত্তর::শ্রীলঙ্কা