28th August 2023 Current Affairs in Bengali || ২৮শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

28th August 2023 Current Affairs in Bengali || ২৮শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


Hello Friends,
আজ Competitive Exam Important Current Affairs in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 10 টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।

28th August Current Affairs in Bengali 


1. World Athletics Championship 2023-এ কীসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নিরাজ চোপড়া?

[a] সোনা

[b] রূপা

[c] ব্রোঞ্জ

[d] কোনোটিই নয়

উত্তর:: [a] সোনা


2. এশিয়ান ডেভেলপ ব্যাঙ্কের সহায়তায় কোথায় Climate Change and Health Hub খুলবে ভারত?

[a] মুম্বাই

[b] সুরাট

[c] ভোপাল

[d] নিউ দিল্লি

উত্তর:: [d] নিউ দিল্লি


3.সেপ্টেম্বর মাসের কোন তারিখে Aditya L1 নামে সৌর মিশন লঞ্চ করবে ইসরো?

[a] ৪

[b] ২১

[c] ৩

[d] ২

উত্তর:: ২রা সেপ্টেম্বর


4.Trade Trust platform-এর মাধ্যমে কোন দেশের সাথে প্রথম পেপারলেস ট্রানজাকশন করলো ভারত?

[a] বাংলাদেশ

[b] সিঙ্গাপুর

[c] মালেশিয়া

[d] ফ্রান্স

উত্তর:: [b] সিঙ্গাপুর


5. UNDP-এর রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন দুর্যোগের কারণে কোন দেশের ৬ মিলিয়নেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে?

[a] পাকিস্তান

[b] মায়ানমার

[c] আফগানিস্তান

[d] তুর্কি

উত্তর:: [[c] আফগানিস্তান


6.কোথায় "Yousta" নামে প্রথম ফ্যাশন স্টোর খুললো Reliance Retail?

[a] বেঙ্গালুরু

[b] হায়দ্রাবাদ

[c] কলকাতা

[d] মুম্বাই

উত্তর::  [b] হায়দ্রাবাদ


7. G20 Culture Ministers Meeting অনুষ্ঠিত হলো কোথায়?

[a] খাজুরাহ

[b] জয়পুর

[c] রাঁচি

[d] বারাণসী

উত্তর:: [d] বারাণসী


8.সম্প্রতি প্রয়াত দেব কোহলি কে ছিলেন?

[a] গীতিকার

[b] অভিনেতা

[c] রাজনীতিবিদ

[d] বাদ্যকার

উত্তর:: [a] গীতিকার


9.সেদ্ধ চালের রপ্তানির উপর কত শতাংশ শুল্ক জারি করলো কেন্দ্র?

[a] ৩০%

[b] ১০%

[c] ২০%

[d] ২৫%

উত্তর:: [c] ২০%


10.অস্ট্রেলিয়াকে পরাজিত করে IBSA World Games-এ সোনা জিতলো কোন দেশের মহিলা দৃষ্টি প্রতিবন্ধী দল?

[a] ভারত

[b] বাংলাদেশ

[c] ইংল্যান্ড

[c] নিউজিল্যান্ড

উত্তর:: [a] ভারত