27th August 2023 Current Affairs in Bengali || ২৭শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

27th August 2023 Current Affairs in Bengali || ২৭শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


Hello Friends,
আজ Competitive Exam Important Current Affairs in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 10 টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।

27th August Current Affairs in Bengali 


1. ১ লিটারের নিচে প্লাস্টিক বোতল ব্যান করার জন্য বিজ্ঞপ্তি প্রস্কাগ করলো কোন রাজ্য?

[a] আসাম

[b] ত্রিপুরা

[c] পশ্চিমবঙ্গ

[d] ওড়িশা

উত্তর:: [a] আসাম


2.চন্দ্রযান-২ এর ল্যান্ডার যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের কী নামকরণ করা হলো?

[a] জওহর পয়েন্ট

[b] ইন্ডিয়া পয়েন্ট

[c] ইসরো পয়েন্ট

[d] তিরঙ্গা পয়েন্ট

উত্তর:: [d] তিরঙ্গা পয়েন্ট


3. সম্প্রতি Best Smart City Award জিতলো কোন শহর?

[a] বেঙ্গালুরু

[b] নিউ দিল্লি

[c] সুরাট

[d] ইন্দোর

উত্তর:: [d] ইন্দোর

সেরা রাজ্যের তকমা পেল মধ্যপ্রদেশ


4. Infosys কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের মহিলা টেনিস তারকা Iga Swiatek?

[a] পোল্যান্ড

[b] ডেনমার্ক

[c] সার্বিয়া

[d] অস্ট্রিয়া

উত্তর:: [a] পোল্যান্ড


5.‘Pitchside: My Life in Indian Cricket’ শিরোনামে আত্মজীবনী লিখলেন কে?

[a] রবি শাস্ত্রী

[b] অনিল কুম্বলে

[c] অমৃত মঠুর

[d] সুনীল গাভাস্কার

উত্তর:: [c] অমৃত মঠুর


6. কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান Grand Cross of the Order of Honour-এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী?

[a] জর্ডান

[b] সাউথ আফ্রিকা

[c] গ্রীস

[d] আর্মেনিয়া

উত্তর::  [c] গ্রীস


7. Nutrition Awareness Index 2023-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?

[a] পাঞ্জাব

[b] তামিলনাড়ু

[c] মহারাষ্ট্র

[d] কেরালা

উত্তর:: [a] পাঞ্জাব


8. কোন রাজ্যের Chief Electoral Officer হিসাবে নিযুক্ত হলেন নবদীপ রীনবা?

[a] বিহার

[b] ঝাড়খণ্ড

[c] হরিয়ানা

[d] উত্তর প্রদেশ

উত্তর:: [d] উত্তর প্রদেশ


9. 69th National Film Awards-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে?

[a] ঋষভ শেট্টি

[b] আল্লু অর্জুন

[c] রাম চরণ

[d] জুনিয়র NTR

উত্তর:: [b] আল্লু অর্জুন


10.ডান্সিং পিকাচু ইভেন্টে আয়োজন করলো কোন দেশ?

[a] জাপান

[b] চীন

[c] অস্ট্রেলিয়া

[d] কানাডা

উত্তর:: [a] জাপান