23th August 2023 Current Affairs in Bengali || ২৩শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

23th August 2023 Current Affairs in Bengali || ২৩শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


Hello Friends,
আজ Competitive Exam Important Current Affairs in Bengali-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 20 টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।

23th August Current Affairs in Bengali 


1.কোন রাজ্য সরকারের তরফ থেকে "উদ্যোগ রত্ন" সম্মান পেলেন রতন টাটা?

গুজরাট

মহারাষ্ট্র

কেরালা

কর্ণাটক

উত্তর:: মহারাষ্ট্র


2.Bharat Petroleum Corporation Ltd. (BPCL)-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

বিরাট কোহলি

সৌরভ গাঙ্গুলি

রণবীর সিং

রাহুল দ্রাবিড়

উত্তর:: রাহুল দ্রাবিড়

হেড কোয়ার্টার- মুম্বাই

প্রতিষ্ঠা সাল- ১৯৭৬


3.Asian Junior Squash Championships-এ ভারতের আনাহাত সিং কীসের মেডেল জিতলো?

সোনা

রূপো

ব্রোঞ্জ

কোনোটিই নয়

উত্তর:: সোনা


4.16th International Olympiad on Astronomy and Astrophysics (IOAA)-এ কততম স্থান অর্জন করলো?

প্রথম

তৃতীয়

দ্বিতীয়

চতুর্থ

উত্তর:: দ্বিতীয়

প্রথম স্থান অর্জন করেছে যুক্তরাজ্য (UK)


5.সম্প্রতি জন ধন অ্যাকাউন্টের সংখ্যা কত কোটি অতিক্রম করলো?

৫০

৬০

৪০

৩০

উত্তর:: ৫০ কোটি


6.কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বিশ্বাস সপকাল?

মেক্সিকো

জর্ডান

আজেরবাইজান

বলিভিয়া

উত্তর:: বলিভিয়া


7.এশিয়ার বৃহত্তম হিসাবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেল কোথাকার টিউলিপ গার্ডেন?

জম্মু

শ্রীনগর

গুলমার্গ

কার্গিল

উত্তর:: শ্রীনগর


8.ভারতের জন ঔষধি কেন্দ্র মডেলের অনুকরণ করার পরিকল্পনা করছে কোন দেশ?

বাংলাদেশ

শ্রীলঙ্কা

ইন্দোনেশিয়া

থাইল্যান্ড

উত্তর:: ইন্দোনেশিয়া


9.FIDE 2023-এর সেমি ফাইনালে পৌঁছানো দ্বিতীয় ভারতীয় দাবা খেলোয়াড় হলো কে?

ডি. গুকেশ

আর. প্রজ্ঞানন্দ

অভিমন্যু মিশ্র

বিশ্বনাথন আনন্দ

উত্তর:: আর. প্রজ্ঞানন্দ

প্রথম ছিলেন বিশ্বনাথন আনন্দ


10.Cincinnati Open 2023 টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড়?

Novak Djokovic

Carlos Alcaraz

Rafael Nadal

কেউই নন

উত্তর:: Novak Djokovic

তিনি সার্বিয়ার টেনিস তারকা