20th August 2023 Current Affairs in Bengali || ২০ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

20th August 2023 Current Affairs in Bengali || ২০ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


20th August Current Affairs in Bengali 


1.বিশ্ব মশা দিবস পালন করা হয় কবে?

২০শে আগস্ট

২১শে আগস্ট

২২শে আগস্ট

২৩শে আগস্ট

উত্তর:: ২০শে আগস্ট


2.টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Wanindu Hasaranga কোন দেশের খেলোয়াড়?

শ্রীলঙ্কা

জ্যামাইকা

নিউজিল্যান্ড

নেদারল্যান্ডস

উত্তর:: শ্রীলঙ্কা


3.Youth 20 Summit আয়োজিত হচ্ছে কোথায়?

নাসিক

নৈনিতাল

বিশাখাপত্তনম

বারাণসী

উত্তর:: বারাণসী


4.বর্তমান অর্থবর্ষে ভারতে কত গুলি নতুন ব্রাঞ্চ খুলবে SBI?

৫০০

৩০০

১৫০

২৫০

উত্তর:: ৩০০টি


5. G20 Film Festival শুরু হলো কোথায়?

কলকাতা

মুম্বাই

নিউ দিল্লি

পানাজি

উত্তর:: নিউ দিল্লি


6.কোন কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন Alex Chriss?

MasterCard

Visa

PayPal

Yahoo

উত্তর:: PayPal

হেড কোয়ার্টার- ক্যালিফোর্নিয়া

প্রতিষ্ঠা সাল- মার্চ, ২০০০


7.ভারতের প্রথম Night Street Racing Circuit তৈরি করা হলো কোথায়?

শিলং

চেন্নাই

বেঙ্গালুরু

তিরুবন্তপূরম

উত্তর:: চেন্নাই


8.কলকাতায় ‘My Bengal, Addiction Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

দ্রৌপদী মূর্মূ

মমতা ব্যানার্জি

নরেন্দ্র মোদী

সিভি আনন্দ বোস

উত্তর:: রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ


9.দরিদ্রদের বাড়ি প্রদান করতে 'Abua Awas Yojna' লঞ্চ করলো কোন রাজ্য?

আসাম

ঝাড়খণ্ড

বিহার

উত্তর প্রদেশ

উত্তর:: ঝাড়খণ্ড


10.কোন রাজ্যের নতুন DGP হিসাবে নিযুক্ত হলেন শত্রুজিত কাপুর?

হরিয়ানা

গুজরাট

সিকিম

মনিপুর

উত্তর:: হরিয়ানা