2023 Current Affairs |
19th August Current Affairs in Bengali
1. বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে?
১৯শে আগস্ট
২০শে আগস্ট
২১শে আগস্ট
২২শে আগস্ট
উত্তর:: ১৯শে আগস্ট
এবছরের থিম হলো-“LANDSCAPES”.
2. ডোপিং টেস্টে ফেল হওয়ায় ৪ বছরের জন্য ব্যান হলেন ভারতের কোন দৌড়বিদ?
রচিতা মিস্ত্রি
অমিয় কুমার
দ্যুতি চাঁদ
হিমা দাস
উত্তর:: দ্যুতি চাঁদ
3. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Wahab Riaz কোন দেশের খেলোয়াড়?
আফগানিস্তান
বাংলাদেশ
শ্রীলঙ্কা
পাকিস্তান
উত্তর:: পাকিস্তান
4. কোথাকার Nehru Memorial Museum and Library-এর নাম পরিবর্তন করে রাখা হলো Prime Ministers’ Museum and Library Society?
মুম্বাই
নিউ দিল্লি
চেন্নাই
কোচি
উত্তর:: নিউ দিল্লি
5. পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য 'Athidhi Portal' লঞ্চ করলো কোন সরকার?
উত্তর প্রদেশ
কেরালা
গুজরাট
তামিলনাড়ু
উত্তর:: কেরালা
6. Universal Pension Scheme লঞ্চ করলো কোন দেশের সরকার?
ভারত
ভুটান
মালেশিয়া
বাংলাদেশ
উত্তর:: বাংলাদেশ
7. কোরিয়ার তৈরি এরোপ্লেন চালাতে সক্ষম রোবটটির নাম কী?
Pibot
Airbot
Ecobot
Hubot
উত্তর:: Pibot
8. সরকারি পরিষেবা দরজায় দরজায় পৌঁছে দিতে “Gramin Mitra” স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ঝাড়খন্ড
পশ্চিমবঙ্গ
গোয়া
উত্তরাখণ্ড
উত্তর:: গোয়া
9. Power Finance Corporation (PFC)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
অনন্ত সিং
পারমিন্দর চোপড়া
শিউলি গজমির
রুহি সেন
উত্তর:: পারমিন্দর চোপড়া
10. হার্ভার্ড ইউনিভার্সিটির George Ledlie Prize 2023 জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?
অভিজিৎ ব্যানার্জি
অমর্ত্য সেন
রাজ চেট্টি
মহেশ মুন্ডা
উত্তর:: রাজ চেট্টি