19th August 2023 Current Affairs in Bengali || ১৯ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

19th August 2023 Current Affairs in Bengali || ১৯ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স
2023 Current Affairs


19th August Current Affairs in Bengali 


1. বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে?

১৯শে আগস্ট

২০শে আগস্ট

২১শে আগস্ট

২২শে আগস্ট

উত্তর:: ১৯শে আগস্ট

এবছরের থিম হলো-“LANDSCAPES”.


2. ডোপিং টেস্টে ফেল হওয়ায় ৪ বছরের জন্য ব্যান হলেন ভারতের কোন দৌড়বিদ?

রচিতা মিস্ত্রি

অমিয় কুমার

দ্যুতি চাঁদ

হিমা দাস

উত্তর:: দ্যুতি চাঁদ


3. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Wahab Riaz কোন দেশের খেলোয়াড়?

আফগানিস্তান

বাংলাদেশ

শ্রীলঙ্কা

পাকিস্তান

উত্তর:: পাকিস্তান


4. কোথাকার Nehru Memorial Museum and Library-এর নাম পরিবর্তন করে রাখা হলো Prime Ministers’ Museum and Library Society?

মুম্বাই

নিউ দিল্লি

চেন্নাই

কোচি

উত্তর:: নিউ দিল্লি


5. পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য 'Athidhi Portal' লঞ্চ করলো কোন সরকার?

উত্তর প্রদেশ

কেরালা

গুজরাট

তামিলনাড়ু

উত্তর:: কেরালা


6. Universal Pension Scheme লঞ্চ করলো কোন দেশের সরকার?

ভারত

ভুটান

মালেশিয়া

বাংলাদেশ

উত্তর:: বাংলাদেশ


7. কোরিয়ার তৈরি এরোপ্লেন চালাতে সক্ষম রোবটটির নাম কী?

Pibot

Airbot

Ecobot

Hubot

উত্তর:: Pibot


8. সরকারি পরিষেবা দরজায় দরজায় পৌঁছে দিতে “Gramin Mitra” স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ঝাড়খন্ড

পশ্চিমবঙ্গ

গোয়া

উত্তরাখণ্ড

উত্তর:: গোয়া


9. Power Finance Corporation (PFC)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?

অনন্ত সিং

পারমিন্দর চোপড়া

শিউলি গজমির

রুহি সেন

উত্তর:: পারমিন্দর চোপড়া


10. হার্ভার্ড ইউনিভার্সিটির George Ledlie Prize 2023 জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ?

অভিজিৎ ব্যানার্জি

অমর্ত্য সেন

রাজ চেট্টি

মহেশ মুন্ডা

উত্তর:: রাজ চেট্টি