16th August 2023 Current Affairs in Bengali || ১৬ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

16th August 2023 Current Affairs in Bengali || ১৬ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


16th August Current Affairs in Bengali 


1. ছোটো স্যাটেলাইট গুলি লঞ্চ করার জন্য নতুন স্পেসপোর্ট তৈরি করা হবে কোথায়?

কেরালা

তামিলনাড়ু

কর্ণাটক

তেলেঙ্গানা

উত্তর:: তামিলনাড়ু


2. কোথায় ভারতের বৃহত্তম IT Hub তৈরি করবে উত্তর প্রদেশ সরকার?

কানপুর

লখনৌ

নয়ডা

সাহারানপুর

উত্তর:: লখনৌ


3. Global Maritime India Summit 2023 অনুষ্ঠিত হবে কোথায়?

কোচি

হায়দ্রাবাদ

মুম্বাই

নিউ দিল্লি

উত্তর:: নিউ দিল্লি


4. কোন দেশের প্রধানমন্ত্রীর কেয়ারটেকার হিসাবে নিযুক্ত হলেন আনোয়ার-উল-হক কাকার?

পাকিস্তান

বাংলাদেশ

আফগানিস্তান

তাজিকিস্তান

উত্তর:: পাকিস্তান


5. কোন কোম্পানির সাথে যৌথভাবে Traveller’s Map লঞ্চ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক?

Goibibo

Air India

MakeMyTrip

Google

উত্তর:: MakeMyTrip


6. Women’s British Open 2023 শিরোপা জিতলেন কোন দেশের গল্ফ খেলোয়াড় Lilia Vu?

আমেরিকা

জাপান

ভারত

স্পেন

উত্তর:: আমেরিকা


7. ভারতে প্রথম Agricultural Data Exchange লঞ্চ করলো কোন রাজ্য?

মধ্যপ্রদেশ

পাঞ্জাব

তেলেঙ্গানা

গুজরাট

উত্তর:: তেলেঙ্গানা


8. 3rd Khelo India Junior's Women's Hockey League শুরু হলো কোথায়?

ইন্দোর

বেঙ্গালুরু

নাগপুর

নিউ দিল্লি

উত্তর:: নিউ দিল্লি


9. লেটেস্ট FIH Rankings-এ ভারতীয় পুরুষ হকি টিমের স্থান কত?

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

পঞ্চম

উত্তর:: তৃতীয়

প্রথম স্থানে রয়েছে নেদারল্যান্ডস


10. Tech Startup of the Year in AI অ্যাওয়ার্ড জিতলো কোন কোম্পানী?

Jio Haptik

Lenskart

Boat

Hammer

উত্তর:: Jio Haptik