15th August 2023 Current Affairs in Bengali || ১৫ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

15th August 2023 Current Affairs in Bengali || ১৫ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স



15th August Current Affairs in Bengali 


1.কোথায় "বিন্ধ্যগিরি" নামে একটি জাহাজ লঞ্চ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

[a] মুম্বাই

[b] কলকাতা

[c] গান্ধীনগর

[d] চেন্নাই

উত্তর::  [b] কলকাতা.


2."Chief Minister's Solar Mission" লঞ্চ করা হলো কোন রাজ্যে?

[a] অরুণাচল প্রদেশ

b] মনিপুর

[c] মেঘালয়

[d] নাগাল্যান্ড

উত্তর:: [c] মেঘালয়


3. ৪৩৭৩টি গ্রাম পঞ্চায়েতে CSP Plus ব্যাংকিং আউটলেট খুলবে কোন রাজ্য?

[a] ওড়িশা

[b] ত্রিপুরা

[c] পশ্চিমবঙ্গ

[d] আসাম

উত্তর:: [a] ওড়িশা


4.সম্প্রতি প্রয়াত বিকাশ সিনহা কে ছিলেন?

[a] ফিল্ম মেকার

[b] অভিনেতা

[c] লেখক

[d] বিজ্ঞানী

উত্তর:: [d] বিজ্ঞানী

তিনি নিউক্লিয়ার ফিজিসিস্ট ছিলেন

মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর

২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্ম ভূষণ সম্মান পেয়েছিলেন


5. UPI Lite-এর লেনদেন সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে কত টাকা করলো RBI?

[a] ১০০০

[b] ৫০০

[c] ২০০০

[d] ৭৫০

উত্তর:: [b] ৫০০ টাকা


6.মালেশিয়াকে পরাজিত করে Asian Champions Trophy 2023 জিতলো কোন দেশ?

[a] ভারত

[b] শ্রীলঙ্কা

[c] থাইল্যান্ড

[d] ভিয়েতনাম

উত্তর::[a] ভারত


7.শ্রীলঙ্কার পর্যটনের উৎস বাজার হিসাবে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?

[a] বাংলাদেশ

[b] নেপাল

[c] ইন্দোনেশিয়া

[d] ভারত

উত্তর:: [d] ভারত


8.সমস্ত মিউনসিপ্যাল কর্পোরেশনে Animal Birth Control Center তৈরি করবে কোন রাজ্য?

[a] বিহার

[b] উত্তর প্রদেশ

[c] ঝাড়খন্ড

[d] উত্তরাখণ্ড

উত্তর:: [b] উত্তর প্রদেশ


9.Miss Rajasthan 2023 শিরোপা জিতলেন কে?

[a] খুশি প্যাটেল

[b] অনুরাধা রায়

[c] বৈষ্ণবী শর্মা

[d] নীলা খান

উত্তর:: [c] বৈষ্ণবী শর্মা


10.'Read the Constitution and Live' ক্যাম্পেইন লঞ্চ করা হলো কোন রাজ্যে?

[a] পাঞ্জাব

[b] হরিয়ানা

[c] রাজস্থান

[d] গোয়া

উত্তর:: [c] রাজস্থান