14th August 2023 Current Affairs in Bengali || ১৪ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

14th August 2023 Current Affairs in Bengali || ১৪ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স



14th August Current Affairs in Bengali 


1.বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয় কবে?

[a] ১৩ই আগস্ট

[b] ১৪ই আগস্ট

[c] ১৫ই আগস্ট

[d] ১৬ই আগস্ট

উত্তর::  [a] ১৩ই আগস্ট

এবছরের থিম হলো- “Step up to volunteer; we need more organ donors to fill the lacunae”.


2.২০২২ সালে সবথেকে বেশি ক্যান্সার আক্রান্তের সংখ্যা কোন রাজ্যে?

[a] মহারাষ্ট্র

[b] গুজরাট

[c] উত্তর প্রদেশ

[d] কর্ণাটক

উত্তর:: [c] উত্তর প্রদেশ


3.69th Nehru Trophy Boat Race আয়োজিত হলো কোথায়?

[a] সিকিম

[b] গোয়া

[c] তামিলনাড়ু

[d] কেরালা

উত্তর:: [d] কেরালা


4.‘Jal Jeevan Survekshan 2023’ Rankings-এ শীর্ষস্থানে রয়েছে কোন জেলা?

[a] কার্গিল

[b] শ্রীনগর

[c] জম্মু

[d] চাম্বা

উত্তর:: [b] শ্রীনগর


5.নাগাল্যান্ডের প্রথম Naga Traditional Food Laboratory লঞ্চ করা হলো কোথায়?

[a] কোহিমা

[b] ডিমাপুর

[c] নিউল্যান্ড

[d] কিফিরে

উত্তর:: [a] কোহিমা


6.ভারতে প্রথম Eco-Friendly Debit Card লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক?

[a] Paytm

[b] Airtel

[c] Mobikwik

[d] Google pay

উত্তর::[b]  Airtel Payment Bank


7.স্কুলে মোবাইল ফোন ব্যাবহার ব্যান করলো কোন সরকার?

[a] উত্তর প্রদেশ

[b] মধ্যপ্রদেশ

[c] দিল্লি

[d] কেরালা

উত্তর:: [c] দিল্লি


8.বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল কোন দেশের জাকার্তা?

[a] ইন্দোনেশিয়া

[b] ভিয়েতনাম

[c] থাইল্যান্ড

[d] ফিলিপিন্স

উত্তর:: [a] ইন্দোনেশিয়া


9.অমরকণ্টকে 'Maa Narmada Lok' প্রোজেক্ট ঘোষণা করলো কোন রাজ্য?

[a] ছত্তিশগড়

[b] মনিপুর

[c] মেঘালয়

[d] মধ্যপ্রদেশ

উত্তর:: [d] মধ্যপ্রদেশ


10.কোন দেশের পার্লামেন্টের থেকে Empowered Women Icon Award পেল মায়রা গ্রোভার?

[a] জাপান

[b] যুক্তরাজ্য

[c] রাশিয়া

[d] ফ্রান্স

উত্তর:: [b] যুক্তরাজ্য (UK)