13th August Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে?
[A] ১২ই আগস্ট
[B] ১৩ই আগস্ট
[C] ১৪ই আগস্ট
[D] ১৫ই আগস্ট
উত্তর:: [A] ১২ই আগস্ট
এবছরের থিম হলো-"Green Skills for Youth: Towards a Sustainable World."
2. সিংহদের ট্র্যাক করতে ‘Sinh Suchna’ অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?
[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] কেরালা
[D] গুজরাট
উত্তর:: [D] গুজরাট
3.Pluckk কোম্পানির নতুন ইনভেস্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে?
[A] অনিল কাপুর
[B] পীযুষ বানসাল
[C] করিনা কাপুর খান
[D] সলমন খান
উত্তর:: [C] করিনা কাপুর খান
4.World Badminton Championships 2023 শুরু হচ্ছে কোথায়?
[A] জাপান
[B] ফ্রান্স
[C] ডেনমার্ক
[D] জ্যামাইকা
উত্তর::[C] ডেনমার্ক
5.India Startup Festival 2023 শুরু কোন শহরে?
[A] গান্ধীনগর
[B] হায়দ্রাবাদ
[C] নিউ দিল্লি
[D] বেঙ্গালুরু
উত্তর::[D] বেঙ্গালুরু
6.“My Land My Country” ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোথায়?
[A] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[B] লাদাখ
[C] গোয়া
[D] সিকিম
উত্তর::[A] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
7.কেরালা বিধানসভা কেরালার নাম পরিবর্তন করে কী নাম রাখার প্রস্তাব পাশ করলো?
[A] Keralan
[B] Keralam
[C] Kerali
[D] Keralou
উত্তর::[B] Keralam
যেখানে "Kera" শব্দের অর্থ নারকেল এবং "Alam" শব্দের অর্থ ভূমি; অর্থাৎ কেরালাম শব্দের অর্থ হবে নারকেলের ভূমি।
8.রাজ্যের ক্রীড়া প্রতিভাকে শনাক্ত করতে "খেল মহারণ"-এর আয়োজন করছে কে?
[A] পশ্চিমবঙ্গ
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] ওড়িশা
উত্তর:: [C] আসাম
9.Indian Oil Corporation Limited (IOCL)-এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
[A] লালমোহন
[B] আর. নন্দী
[C] সুমন ভট্ট
[D] শ্রীকান্ত মাধব বৈদ্য
উত্তর::[D] শ্রীকান্ত মাধব বৈদ্য
হেড কোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯৫৯ সালের ৩০শে জুন
10. সেন্ট্রাল রেলওয়ের তৃতীয় 'Pink Station' হলো কোন রাজ্যের অমরাবতী রেলওয়ে স্টেশন?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] তামিলনাড়ু
উত্তর:: [B] মহারাষ্ট্র