12th August 2023 Current Affairs in Bengali || ১২ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

12th August 2023 Current Affairs in Bengali || ১২ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


12th August Current Affairs in Bengali 


1.মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে “Indira Gandhi Free Smartphone Yojana 2023” লঞ্চ করলো কোন রাজ্য?

বিহার

হরিয়ানা

রাজস্থান

মধ্যপ্রদেশ

উত্তর::  রাজস্থান


2.19th World Athletics Championships 2023-এ ভারতীয় টিমের নেতৃত্ব দেবে কে?

নিরাজ চোপড়া

সবিতা পুনিয়া

সাক্ষী মালিক

অর্জুন দেশমুখ

উত্তর:: নিরাজ চোপড়া


3.সম্প্রতি সেনসাস অনুযায়ী, কোন রাজ্যের হাতির সংখ্যা বেড়ে হলো ৬৩৯৫টি?

তামিলনাড়ু

আসাম

কেরালা

কর্ণাটক

উত্তর:: কর্ণাটক


4.Indian Coast Guard-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?

রাকেশ আস্তানা

এস. পরমেষ

অজয় দাশগুপ্ত

সি. নায়ার

উত্তর:: এস. পরমেষ


5.SBI Life Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে??

অমিত ঝিংরান

মনোজ বৈদ্য

সুমিত চৌধুরী

পরেশ বড়ুয়া

উত্তর:: অমিত ঝিংরান


6.সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রচিন জীবাশ্ম পেল কোথায়?

ভোপাল

রাঁচি

জয়সলমির

জয়পুর

উত্তর:: জয়সলমির


7.Gruha Lakshmi Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

অন্ধ্রপ্রদেশ

গোয়া

কর্ণাটক

তেলেঙ্গানা

উত্তর::তেলেঙ্গানা


8.3rd G20 Anti-Corruption Working Group Meeting এবং G20 Anti-Corruption Ministerial Meeting অনুষ্ঠিত হলো কোথায়?

কলকাতা

চেন্নাই

মুম্বাই

নিউ দিল্লি

উত্তর:: কলকাতা


9.কোথাকার রাযৌরি চিকরি এবং মুষ্কবুর্জি চাল GI Tag পেল?

তামিলনাড়ু

জম্মু-কাশ্মীর

মহারাষ্ট্র

লাদাখ

উত্তর:: জম্মু-কাশ্মীর


10.কোথায় ৫৪ ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো Sashastra Seema Bal (SSB)?তিলক বর্মা

পানাগড়

শিলিগুড়ি

কলকাতা

দার্জিলিং

উত্তর:: শিলিগুড়ি