12th August Current Affairs in Bengali
1.মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে “Indira Gandhi Free Smartphone Yojana 2023” লঞ্চ করলো কোন রাজ্য?
বিহার
হরিয়ানা
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তর:: রাজস্থান
2.19th World Athletics Championships 2023-এ ভারতীয় টিমের নেতৃত্ব দেবে কে?
নিরাজ চোপড়া
সবিতা পুনিয়া
সাক্ষী মালিক
অর্জুন দেশমুখ
উত্তর:: নিরাজ চোপড়া
3.সম্প্রতি সেনসাস অনুযায়ী, কোন রাজ্যের হাতির সংখ্যা বেড়ে হলো ৬৩৯৫টি?
তামিলনাড়ু
আসাম
কেরালা
কর্ণাটক
উত্তর:: কর্ণাটক
4.Indian Coast Guard-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
রাকেশ আস্তানা
এস. পরমেষ
অজয় দাশগুপ্ত
সি. নায়ার
উত্তর:: এস. পরমেষ
5.SBI Life Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে??
অমিত ঝিংরান
মনোজ বৈদ্য
সুমিত চৌধুরী
পরেশ বড়ুয়া
উত্তর:: অমিত ঝিংরান
6.সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রচিন জীবাশ্ম পেল কোথায়?
ভোপাল
রাঁচি
জয়সলমির
জয়পুর
উত্তর:: জয়সলমির
7.Gruha Lakshmi Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
অন্ধ্রপ্রদেশ
গোয়া
কর্ণাটক
তেলেঙ্গানা
উত্তর::তেলেঙ্গানা
8.3rd G20 Anti-Corruption Working Group Meeting এবং G20 Anti-Corruption Ministerial Meeting অনুষ্ঠিত হলো কোথায়?
কলকাতা
চেন্নাই
মুম্বাই
নিউ দিল্লি
উত্তর:: কলকাতা
9.কোথাকার রাযৌরি চিকরি এবং মুষ্কবুর্জি চাল GI Tag পেল?
তামিলনাড়ু
জম্মু-কাশ্মীর
মহারাষ্ট্র
লাদাখ
উত্তর:: জম্মু-কাশ্মীর
10.কোথায় ৫৪ ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো Sashastra Seema Bal (SSB)?তিলক বর্মা
পানাগড়
শিলিগুড়ি
কলকাতা
দার্জিলিং
উত্তর:: শিলিগুড়ি