11th August 2023 Current Affairs in Bengali || ১১ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

11th August 2023 Current Affairs in Bengali || ১১ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স



11th August Current Affairs in Bengali 


1.বিশ্ব সিংহ দিবস পালন করা হয় কবে?

১০ই আগস্ট

১১ই আগস্ট

১২ই আগস্ট

১৩ই আগস্ট

উত্তর::  ১০ই আগস্ট


2.সংবাদ মাধ্যমকে "সমকামীতা" শব্দটি ব্যবহার নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ?

চীন

জাপান

ইরাক

পাকিস্তান

উত্তর:: ইরাক


3.কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শুভাশিস তালাপাত্র?

কলকাতা

গৌহাটি

মাদ্রাজ

ওড়িশা

উত্তর:: ওড়িশা হাইকোর্ট


4."Luna-25" নামে মুন ল্যান্ডার লঞ্চ করছে কোন দেশ? 

চীন

দক্ষিণ কোরিয়া

রাশিয়া

ইজরায়েল

উত্তর:: রাশিয়া


5.কোন দেশের থেকে দুটি Dornier Aircrafts কিনবে গায়ানা?

জাপান

আমেরিকা

অস্ট্রেলিয়া

ভারত

উত্তর:: ভারত


6.প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে বাধ্যতামূলক করলো কোন রাজ্য?

পশ্চিমবঙ্গ

ত্রিপুরা

আসাম

ওড়িশা

উত্তর:: পশ্চিমবঙ্গ


7.কোন দেশের বিদ্যালয় গুলিতে Clean Water Project-এ সহায়তা করবে ভারত?

ভিয়েতনাম

কেনিয়া

দক্ষিণ আফ্রিকা

তুভালু

উত্তর::তুভালু

রাজধানী- Funafuti


8.সম্প্রতি প্রয়াত সিদ্দিকী কে ছিলেন?

অভিনেতা

ফিল্ম মেকার

সঙ্গীতজ্ঞ

লেখক

উত্তর:: ফিল্ম মেকার

মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর

তিনি মালায়ালম ফিল্ম মেকার


9.ভারতে প্রথমবার বন্দী অবস্থায় হিমালয়ান শকুনদের প্রজনন করানো হলো কোন রাজ্যের চিড়িয়াখানায়?

আসাম

ত্রিপুরা

মেঘালয়

মনিপুর

উত্তর:: আসাম


10.আন্তর্জাতিক T20 ম্যাচে হাফ সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হলেন কে?

তিলক বর্মা

শুবমান গিল

অক্ষর প্যাটেল

যশস্বী জয়শাল

উত্তর:: তিলক বর্মা