10th August 2023 Current Affairs in Bengali || ১০ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

10th August 2023 Current Affairs in Bengali || ১০ই আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স


 Current Affairs in Bengali 

1.বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় কবে?

[A] ৯ই আগস্ট

[B] ১০ই আগস্ট

[C] ১১ই আগস্ট

[D] ১২ই আগস্ট

উত্তর::[A] ৯ই আগস্ট

এবছরের থিম হলো-"Indigenous Youth as Agents of Change for Self-determination."


2.Tesla কোম্পানির নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত?

[A] গৌরব তানেজা

[B] অখিল প্যাটেল

[C] বৈভব তানেজা

[D] মাইকেল শর্মা

উত্তর::[C] বৈভব তানেজা


3.কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Hun Manet?

[A] তাইওয়ান

[B] ভিয়েতনাম

[C] ফিলিপিন্স

[D] কম্বোডিয়া

উত্তর::[D] কম্বোডিয়া


4.রাজ্যে নতুন ১৯টি জেলা এবং ৩টি ডিভিশন তৈরির ঘোষণা করলো কে? 

[A] বিহার

[B] মধ্যপ্রদেশ

[C] রাজস্থান

[D] হরিয়ানা

উত্তর::[C] রাজস্থান


5.অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেল কে?

[A] কর্ণাটক

[B] তেলেঙ্গানা

[C] তামিলনাড়ু

[D] কেরালা

উত্তর::[C] তামিলনাড়ু


6.আফ্রিকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য Global Leader Award 2023 পেলেন কে?

[A] জয়েশ সৈনি

[B] মুকেশ কুমার

[C] রঞ্জিত কৌর

[D] রতন টাটা

উত্তর::[A] জয়েশ সৈনি


7.World Professional Wrestling Hub-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?

[A] দীপক দাহিয়া

[B] সংগ্রাম সিং

[C] রবি কুমার

[D] গ্রেট খালি

উত্তর::[B] সংগ্রাম সিং


8.One District One Product স্কিমের রূপায়ণ করলো কোন রাজ্য?

[A] উত্তর প্রদেশ

[B] উত্তরাখণ্ড

[C] গোয়া

[D] গুজরাট

উত্তর::[D] গুজরাট


9.দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জংখা ভাষায় ইলেকট্রনিক ব্রেইল বানালো কোন দেশের তরুণ?

[A] নেপাল

[B] মায়ানমার

[C] ভুটান

[D] শ্রীলঙ্কা

উত্তর::[C] ভুটান


10.মহিলা-বান্ধব পর্যটন ইনিশিয়েটিভ শুরু করতে কোন রাজ্যের সাথে যোগদান করলো UN Women?

[A] কেরালা

[B] মহারাষ্ট্র

[C] তামিলনাড়ু

[D] অন্ধ্রপ্রদেশ

উত্তর::[A] কেরালা