Bengali Current Affairs MCQ: 1st to 5th January 2023 part- 30

 
Bengali Current Affairs MCQ: 1st to 5th  January 2023 part- 30

Bengali Current Affairs MCQ: 1st to 5th  January 2023


Bengali Current Affairs MCQ: 1st to 5th January 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Bengali Current Affairs MCQ: 1st January 2023

1. ইজরায়েল -এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] Amir Ohana

[B] Isaac Herzog

[C] Esther Hyatt

[D] Benjamin Netanyahu


Correct Answer: [D] Benjamin Netanyahu


2. কোন রাজ্যে “Kayaking-Canoeing Academy” স্থাপন করা হবে?

[A] মেঘালয়

[B] উত্তরাখন্ড

[C] হিমাচলপ্রদেশ

[D] সিকিম


Correct Answer: [B] উত্তরাখন্ড

Short Note:


উত্তরাখন্ড (Uttarakhand)- 


. প্রতিষ্ঠা – 9 নভেম্বর 2000

. রাজধানী – দেরাদুন (শীতকালীন) এবং গাইরসাইন (গ্রীষ্মকালীন)

. মুখ্যমন্ত্রী – পুস্কর সিং ধামি

. রাজ্যপাল – গুরমিত সিং

. প্রতিবেশী রাজ্য – হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা 


3. কোন কেন্দ্রীয় মন্ত্রী BSF -এর জন্য “Prahari App” লঞ্চ করেছে?

[A] নরেন্দ্র মোদী

[B] অমিত শাহ

[C] শ্রী অর্জুন মুন্ডা

[D] নির্মলা সীতারমন


Correct Answer: [B] অমিত শাহ

Short Note: কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর “প্রহরী” নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে।


4. সম্প্রতি, প্রয়াত বুকার প্রাইজ বিজেতা উপন্যাসিক কেরি হালমে কোন দেশের অধিবাসী?

[A] নাইজেরিয়া

[B] নিউজিল্যান্ড

[C] নরওয়ে

[D] নাউরু


Correct Answer: [B] নিউজিল্যান্ড

Short Note: সম্প্রতি, বুকার প্রাইজ বিজেতা উপন্যাসিক কেরি হালমে 74 বয়সে প্রাণত্যাগ করেন। 


5. সম্প্রতি, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী কোন রাজ্যে “Zuari bridge” -এর উদ্বোধন করেন?

[A] কেরালা

[B] উড়িষ্যা

[C] নাগাল্যান্ড

[D] গোয়া


Correct Answer: [D] গোয়া


Short Note:

গোয়া (Goa) –


. রাজধানী- পানাজী

. মুখ্যমন্ত্ৰী – প্রমোদ সাবন্ত (বিজেপি)

. রাজ্যপাল – পি. এস শ্রীধরন পিল্লাই

. প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র এবং কর্ণাটক।

. লোকসভা আসন – 2, রাজ্যসভা আসন – 1, বিধানসভা আসন – 40


6. নিম্নলিখিত কোন ক্রিকেট খেলোয়াড় “ICC Men’s ODI and T20I Teams of the Decade” -এর জন্য মনোনীত হয়েছেন?

[A] গৌতম গম্ভীর

[B] রাহুল দ্রাবিড়

[C] বীরেন্দ্র শেওয়াগ

[D] মহেন্দ্র সিং ধোনি


Correct Answer: [D] মহেন্দ্র সিং ধোনি


7. কোন কেন্দ্রীয় মন্ত্রক “City Finance Rankings 2022” লঞ্চ করেছে?

[A] Ministry of Corporate Affairs

[B] Ministry of Housing and Urban Affairs

[C] Ministry of MSME

[D] Ministry of Finance


Correct Answer: [B] Ministry of Housing and Urban Affairs


8. কোন রাজ্যের প্রতি কৃষক পরিবারের মাসিক গড় আয় সর্বাধিক?

[A] পাঞ্জাব

[B] রাজস্থান

[C] হরিয়ানা

[D] মেঘালয়


Correct Answer: [D] মেঘালয়


Short Note:

প্রথম তিনটি রাজ্যঃ


মেঘালয় (Rs – 29,348)

পাঞ্জাব (Rs 22,841)

অরুণাচল প্রদেশ(19,225)


Bengali Current Affairs MCQ: 2nd January 2023

1. সম্প্রতি, কে “FSSAI” -এর নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন?

[A] রোহিত কুমার শর্মা

[B] তেজেন্দ্র শর্মা

[C] জি. কমলা বর্ধন রাও

[D] রশ্মি ত্যাগী


Correct Answer: [C] জি. কমলা বর্ধন রাও

Short Note:

FSSAI –


Food Safety and Standards Authority of India

প্রতিষ্টা – 5 সেপ্টেম্বর 2008

সদরদপ্তর – নিউ দিল্লি


2. সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রী সাইবারক্রাইম নিয়ন্ত্রণ করতে “Stay Safe Online” অভিযান শুরু করেছে?

[A] রাজনাথ সিং

[B] নির্মলা সীতারমন

[C] অশ্বিনী বৈষ্ণব

[D] প্রহ্লাদ যোশী 


Correct Answer: [C] অশ্বিনী বৈষ্ণব


3. ভারতীয় বায়ু সেনা কোন এয়ারক্রাফট থেকে 400 km রেঞ্জের ব্রাহ্মস মিসাইল সফলপূর্বক টেস্ট-ফায়ার করেছে? 

[A] Dassault Rafale 

[B] Sukhoi

[C] Mirage 2000

[D] Boeing C-17


Correct Answer: [B] Sukhoi


4. সম্প্রতি, কে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এ ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দ্বায়িত্ব গ্রহণ করেছেন?

[A] Rajneesh Kumar

[B] Sujoy Lal Thousen

[C] Rajesh Singh Raghubanshi

[D] Dinesh Kumar Namdev


Correct Answer: [B] Sujoy Lal Thousen

Short Note:

BSF –

Border Security Force

প্রতিষ্ঠা – 1 December 1965

সদরদপ্তর – নিউদিল্লি 


5. সম্প্রতি, কে Indian Overseas Bank -এর নতুন MD & CEO পদে নিযুক্ত হয়েছেন?

[A] অজয় কুমার শ্রীবাস্তব

[B] গোপাল মিত্তল

[C] রজনীশ কুমার নামদেভ

[D] দীনেশ কুমার নামদেভ


Correct Answer: [A] অজয় কুমার শ্রীবাস্তব


6. সম্প্রতি, কে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন?

[A] ন্যান্সি সাহু

[B] লক্সমী সিং

[C] পূজা যাদব

[D] জ্যোতি ঠাকুর


Correct Answer: [B] লক্সমী সিং


7. নিম্নলিখিত কে Bombay Stock Exchange (BSE) -এর নতুন MD & CEO নিযুক্ত হয়েছেন?

[A] রমেশ চন্দ্র বর্মা

[B] সুন্দররমন রামমূর্তি

[C] দীনেশ সিং

[D] গোপাল দাস মূর্তি


Correct Answer [B] সুন্দররমন রামমূর্তি


8. কোন কেন্দ্রীয় মন্ত্রক “Prajjwala Challenge” লঞ্চ করেছে?

[A] Ministry of Home Affairs

[B] Ministry of Housing and Urban Affairs

[C] Ministry of Agriculture and Farmers Welfare

[D] Ministry of Rural Development


Correct Answer: [D] Ministry of Rural Development


Bengali Current Affairs MCQ: 3rd January 2023


1. সম্প্রতি, ক্রোয়েশিয়া সরকার কোনটিকে দেশের মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?

[A] মার্কিন ডলার

[B] ইউরো

[C] রুবেল

[D] রিয়াল


Correct Answer: [B] ইউরো [£]


2. ব্রাজিলের 39তম রাষ্ট্রপতি পদে কে শপথ গ্রহণ করেছেন?

[A] Josh Sera

[B] Geraldo Alckmin

[C] Jair Bolsonaro

[D] Lula da Silva


Correct Answer: [D] Lula da Silva


3. সম্প্রতি, কে ভারতের 78তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 

[A] রোশনী দাহিয়া

[B] কৌস্তব চ্যাটার্জী

[C] রোহন ব্যানার্জী

[D] জ্যোতি ঠাকুর


Correct Answer: [B] কৌস্তব চ্যাটার্জী


4. সম্প্রতি, 1 লা জানুয়ারী তারিখে Defence Research and Development Organisation (DRDO) কত তম প্রতিষ্টা দিবস পালন করেছে?

[A] 65th

[B] 66th

[C] 67th

[D] 68th


Correct Answer: [A] 65th

Short Note:

DRDO –

Defence Research and Development Organisation

প্রতিষ্ঠা – 1958

সদরদপ্তর – নতুন দিল্লী

চেয়ারম্যান – ড: সমীর ভি. কামাথ


5. সম্প্রতি, “Dhaka Literature Festival” -এর কততম সংস্করণ আয়োজিত হবে?

[A] ১১তম

[B] ১৩তম

[C] ৯তম

[D] ১০তম


Correct Answer: [D] ১০তম

Short Note: 5-8 জানুয়ারী 2023 -এ “Dhaka Literature Festival” -এর ১০তম সংস্করণ অনুষ্ঠিত হবে।


6. সম্প্রতি, কে ভারতীয় বায়ু সেনার ওয়েস্টার্ন কমান্ডের দ্বায়িত্ব গ্রহণ করেছেন?

[A] এয়ার মার্শাল মনোজ সিনহা

[B] এয়ার মার্শাল পঙ্কজ মোহন সিনহা

[C] এয়ার মার্শাল পঙ্কজ চৌধুরী

[D] এয়ার মার্শাল রজণীশ কুমার


Correct Answer: [B] এয়ার মার্শাল পঙ্কজ মোহন সিনহা


7. সম্প্রতি, কোন ভারতীয় খেলোয়াড় কে “ICC Women’s Cricketer of the Year 2022” -এর জন্য মনোনীত করা হয়েছে? 

[A] স্মৃতি মান্ধানা

[B] হরমনপ্রীত কর

[C] পুনম যাদব

[D] দীপ্তি শর্মা


Correct Answer: [A] স্মৃতি মান্ধানা


8. সম্প্রতি, কে “Atomic Energy Regulatory Board”(AERB) -এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন?

[A] গোবিন্দ সিং মাথুর

[B] দীনেশ কুমার শুক্লা

[C] জয় প্রকাশ সিং

[D] রাজবোধ দাহায়াত

Correct Answer: [B] দীনেশ কুমার শুক্লা


Bengali Current Affairs MCQ: 4th January 2023


1. নিম্নলিখিত কোন ব্যাঙ্কটি RBI দ্বারা প্রকাশিত “Domestic Systematically Important Bank List” -এ অন্তর্ভুক্ত নেই?

[A] PNB

[B] ICICI

[C] HDFC

[D] SBI


Correct Answer: [A] PNB


2. আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রী বাই ফুলে -এর জন্মবার্ষিকী কবে পালিত হয়?

[A] 1 জানুয়ারী

[B] 3 জানুয়ারী

[C] 4 জানুয়ারী

[D] 31 ডিসেম্বর


Correct Answer: [B] 3 জানুয়ারী

Short Note: সাবিত্রী বাই ফুলে 3রা জানুয়ারী 1891 সালে মহারাষ্ট্রের নাইগাওঁ -এ জন্ম গ্রহণ করেন। 


3. সম্প্রতি, কতজন প্রবাসী ভারতীয়কে “Pravasi Bharatiya Samman Awards 2023” দিয়ে সম্মানিত করা হবে?

[A] 12 জন

[B] 20 জন

[C] 25 জন

[D] 27 জন


Correct Answer: [D] 27 জন

Short Note: 8-10 জানুয়ারী 2023 -এ মধ্যপ্রদেশের ইন্দোর -এ “17th Pravasi Bharatiya Divas Convention” অনুষ্ঠিত হবে। 


4. ভারতীয় নির্বাচন কমিশন কাকে বিহারের “স্টেট আইকন” নিযুক্ত করেছেন?

[A] পবন সিং

[B] শত্রুঘন সিনহা

[C] মৈথিলী ঠাকুর

[D] মনোজ বাজপেয়ী


Correct Answer: [C] মৈথিলী ঠাকুর


5. কোন রাজ্যের হকি দল “Khelo India Youth Games 2022 Men’s U-18” শিরোপা জিতেছে?

[A] উত্তরপ্রদেশ

[B] মধ্যপ্রদেশ

[C] অন্ধ্রপ্রদেশ

[D] হিমাচল প্রদেশ


Correct Answer: [B] মধ্যপ্রদেশ


Short Note:

মধ্যপ্রদেশ (Madhya Pradesh)-


প্রতিষ্ঠা – 1 নভেম্বর 1956

রাজধানী – ভোপাল

মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান

রাজ্যপাল – মঙ্গুভাই ছগনভাই প্যাটেল

লোকসভা আসন – 29, রাজ্যসভা আসন – 11, বিধানসভা আসন – 230

প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট


6. কোন রাজ্যের হকি দল “Khelo India Youth Games 2022 Women’s U-18” শিরোপা জিতেছে?

[A] কেরালা

[B] মহারাষ্ট্র

[C] ত্রিপুরা

[D] হরিয়ানা


Correct Answer: [D] হরিয়ানা


Short Note:

হরিয়ানা (Haryana) –


রাজধানী – চন্ডিগড়

মুখ্যমন্ত্রী – মনোহর লাল খট্টর

রাজ্যপাল – সত্যদেব নারায়ণ আর্য

প্রতিবেশী রাজ্য – উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং দিল্লী (কেন্দ্রশাসিত অঞ্চল)

লোকসভা আসন – 10, রাজ্যসভা আসন – 5, বিধানসভা আসন – 90


7. সম্প্রতি, কোন দেশ “ইউরোপিয়ন ইউনিয়ন” -এ যুক্ত হয়েছে?

[A] লেবানন

[B] ক্রোয়েশিয়া

[C] মালেশিয়া

[D] সিঙ্গাপুর


Correct Answer: [B] ক্রোয়েশিয়া


8. সম্প্রতি, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন রাজ্যে “Siyom Bridge” -এর উদ্বোধন করেছেন?

[A] অসম

[B] মেঘালয়

[C] পশ্চিমবঙ্গ

[D] অরুণাচল প্রদেশ


Correct Answer: [D] অরুণাচল প্রদেশ


Bengali Current Affairs MCQ: 5th January 2023


1. সম্প্রতি, কোন দেশ এশিয়ার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন লঞ্চ করেছে?

[A] শ্রীলঙ্কা

[B] চীন

[C] পাকিস্তান

[D] ভারত


Correct Answer: [B] চীন

Short Note: এশিয়ার প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় হাইড্রোজেন চালিত ট্রেন লঞ্চ করলেন চীন। ২০২২ সালের সেপ্টেম্বর বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন শুরু করে জার্মানী। 


2. সম্প্রতি, কবে “Global Family Day” পালিত হয়?

[A] 1 জানুয়ারী

[B] 2 জানুয়ারী

[C] 3 জানুয়ারী

[D] 4 জানুয়ারী


Correct Answer: [A] 1 জানুয়ারী

Short Note: বিশ্বজুড়ে মানুষ জাতির মধ্যে শান্তি ও একতা বৃদ্ধি করতে প্রতিবছর 1লা জানুয়ারী তারিখে বিশ্ব পরিবার দিবস (Global Family Day) পালন করা হয়। 


3. সম্প্রতি, অমিত শাহ কোথায় “Central Detective Training Instutute” -এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন?

[A] উত্তরাখন্ড

[B] কেরালা

[C] তামিলনাড়ু

[D] কর্ণাটক


Correct Answer: [D] কর্ণাটক


Short Note:

কর্ণাটক (Karnataka) –


রাজধানী – বেঙ্গালুরু

মুখ্যমন্ত্রী – বসাভারাজ বোম্মায়

রাজ্যপাল – থাওয়ারচাঁদ গেহলট

লোকসভা আসন – 28, রাজ্যসভা আসন – 15, বিধানসভা আসন – 224

প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র, গোয়া, কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানা।


4. সম্প্রতি, কবে “World Braille Day” কবে পালিত হয়েছে?

[A] 2 জানুয়ারী

[B] 3 জানুয়ারী

[C] 4 জানুয়ারী

[D] 5 জানুয়ারী


Correct Answer: [C] 4 জানুয়ারী


Short Note:

ব্রেইল পদ্ধতির আবিস্কারক লুইস ব্রেল -এর জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর 4 জানুয়ারী তারিখে “World Brail Day” পালিত হয়।

লুইস ব্রেইল 1809 সালের 4ই জানুয়ারী ফ্রান্স -এ জন্মগ্রহন করেন।

2019 সালের 4ই জানুয়ারী প্রথম ব্রেইল দিবস পালন করা হয়। 


5. সম্প্রতি, কে “Asian Pacific Postal Union” -এর সেক্রেটারি জেনারেল-এর দায়িত্ব ভারত গ্রহণ করেছেন?

[A] বিনয় প্রকাশ মূর্তি

[B] নরেন্দ্র সিং দত্ত

[C] ড: বিনয় প্রকাশ সিং

[D] দেবেন্দ্র সিং দত্ত


Correct Answer: [C] ড: বিনয় প্রকাশ সিং


6. সম্প্রতি, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় “Constitution Garden” -এর উদ্বোধন করেছেন?

[A] ভোপাল

[B] বেঙ্গালুরু

[C] গান্ধীনগর

[D] জয়পুর


Correct Answer: [D] জয়পুর


Short Note:

রাজস্থান (Rajasthan) –


প্রতিষ্ঠা – 30 মার্চ 1949

রাজধানী – জয়পুর

মুখ্যমন্ত্রী – অশোক গেহলোত

রাজ্যপাল – কালরাজ মিশ্রা

লোকসভা আসন – 25, রাজ্যসভা আসন – 10, বিধানসভা আসন – 200

প্রতিবেশী রাজ্য – পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট।


7. সম্প্রতি, কোন রাজ্য সরকার “Mugkhyamantri Awasiya Bhoomi Adhikar Yojana” শুরু করেছে?

[A] পাঞ্জাব

[B] হরিয়ানা

[C] হিমাচল প্রদেশ

[D] মধ্যপ্রদেশ


Correct Answer: [D] মধ্যপ্রদেশ

Short Note:


মধ্যপ্রদেশ (Madhya Pradesh)-

প্রতিষ্ঠা – 1 নভেম্বর 1956

রাজধানী – ভোপাল

মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান

রাজ্যপাল – মঙ্গুভাই ছগনভাই প্যাটেল

লোকসভা আসন – 29, রাজ্যসভা আসন – 11, বিধানসভা আসন – 230

প্রতিবেশী রাজ্য – মহারাষ্ট্র, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট


8. প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপ্ৰক মোহাম্মদ ইরফান আলী, কোন দেশের প্রেসিডেন্ট?

[A] ইজরায়েল

[B] কুয়েত

[C] সংযুক্ত আরব আমিরাত

[D] গুয়েনা

Correct Answer: [D] গুয়েনা

  www.piarulsaha.com    

END